আক্রমণাত্মক ছিল ও, আমিও আগ্রাসন দেখিয়েছি- অনুকূলের সঙ্গে ঝামেলা নিয়ে দাবি আর্শের
পঞ্জাব কিংসের তরুণ ফাস্ট বোলার আর্শদীপ সিং শুক্রবার (১ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। আর্শ জাদুতেই কেকেআর-এর ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে যায়। ২০২৩ আইপিএলে পঞ্জাবের প্রথম ম্যাচে জয়ের মূল কারণ ছিল আর্শদীপের বোলিং। যে কারণে তিনি ম্যাচের সেরাও নির্বাচিত হন। আর ম্যাচ শেষ হওয়ার পর অনুকূল রায়ের সঙ্গে তাঁর ঝামেলা নিয়ে মুখ খুললেন আর্শদীপ।
তরুণ বাঁ-হাতি ফাস্ট বোলার আর্শদীপ সিং নিজের প্রথম ওভারেই কেকেআর-কে জোড়া ধাক্কা দিয়েছিলেন। মনদীপ সিং এবং অনুকূল রায়কে সাজঘরে ফেরান তিনি। আর অনুকূলের উইকেট নেওয়ার পরে আর্শদীপের ব্যাটসম্যানের দিকে আগ্রাসনের মেজাজে তাকিয়ে থাকা ক্যামেরায় ধরা পড়ে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: স্পিনের বিরুদ্ধে আক্রমণই কৌশল ছিল- জয়ের রহস্য ফাঁস করে মেয়ার্স, উডকে প্রশংসায় ভরালেন LSG অধিনায়ক
আসলে কেকেআর-এর ইনিংসের দ্বিতীয় ওভারে আর্শদীপ তাঁর ওভারের প্রথম বলেই মনদীপ সিংকে বাউন্সার দেন। আর মারতে গিয়ে স্যাম করনের হাতে ক্যাচ দেন মনদীপ। মাত্র ২ রান করে। এর পর একই ওভারের শেষ বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ আউট হন অনুকূল রায়। আর তাঁঁকে আউট করার পর আর্শদীপ সিং কটমট করে অনুকূলের দিকে তাকিয়ে ছিলেন। আর এই ভিডিয়োই হুহু করে ভাইরাল হয়েছে।
ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে আর্শদীপ সিংকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হলে, তিনি পুরস্কার নিতে গেলে অনুকূল রায়ের উইকেট নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। উত্তরে আর্শদীপ বলেন, ‘এই উইকেটটি ব্যাট করার জন্য ভালো ছিল। তাই আমি যতটা সম্ভব উইকেট পেতে চেয়েছিলাম। অনুকূল রায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আমার ব্যাচ মেট ছিল। ও আমার বলে সোজা খেলতে শুরু করেছিল। তাই আমি আগ্রাসন দেখাতে চেয়েছিলাম। আক্রমণাত্মক ব্যাটিংও করছিল। এমন অবস্থায় আমারও একটু আগ্রাসন বেরিয়ে এল।’
আরও পড়ুন: KKR বোলারদের নিয়ে ছেলেখেলা করল PBKS, তবু ১ উইকেট নিয়েই বড় নজির উমেশের
আর্শদীপ দাবি করেছেন যে, তিনি ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন এবং তাঁর সেই কৌশল কাজেও লেগেছে। তরুণ বোলার (আর্শদীপ সিং) জানিয়েছেন, ‘ব্যাটাররা আমার কাছ থেকে ইয়র্কার বল করার আশা করেছিল। তাই আমি বাউন্সার দিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছি। হাল্কা বৃষ্টি হচ্ছিল, তাই উইকেট পিচ্ছিল হয়ে গিয়েছিল। আমি সেই পরিস্থিতির সুযোগ নিয়েছিলাম। আমি নিজের খেলা উপভোগ করছি এবং ড্রেসিংরুমের পরিবেশও দুর্দান্ত। শিখর ধাওয়ান দলের মধ্যে একটি দুর্দান্ত পরিবেশ তৈরি করেছে এবং আমরা এটি উপভোগ করছি।’
বৃষ্টিতে মাঝপথে ম্যাচটি বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত আর্শদীপ সিং ৩ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। তাঁর ইকোনমি রেট ছিল ৬.৩৩। মনদীপ সিং, অনুকূল রায় এবং ভেঙ্কটেশ আইয়ারের উইকেট নেন আর্শদীপ।
প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করেছিল। জবাবে নাইটরা রান তাড়া করতে নামলে তাদের বিপাকে ফেলেন আর্শদীপ। কেকেআর ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করার পরেই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডিএলএস নিয়মে ৭ রানে ম্যাচটি জেতে পঞ্জাব।
For all the latest Sports News Click Here