আক্রমকে কি তিনি চাকরের মতো খাটাতেন? পাবলিসি স্টান্ট বলে অভিযোগ অস্বীকার মালিকের
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম তাঁর জীবনী ‘সুলতান: অ্যা মেমোয়ার’-এ পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক সেলিম মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। ওয়াসিম আক্রম লিখেছেন, সেলিম মালিক যখন অধিনায়ক ছিলেন, তখন তিনি তাদের সঙ্গে ‘চাকরদের’ মতো আচরণ করতেন। ওয়াসিম আক্রম আরও লিখেছেন, সেলিম তাঁকে ম্যাসাজ করাতেন এবং কাপড়-চোপড় ধুতেন। আক্রমের অভিযোগ, সেলিম মালিক তাঁর জুনিয়র হওয়ার সুযোগ নিতেন।
আরও পড়ুন… উমরানের জোরে বলের জন্য আমার উইকেট নিতে সুবিধা হয়, জানালেন বিনয়ী আর্শদীপ
এখন এ বিষয়ে সেলিম মালিকের বক্তব্য এসেছে। সেলিম মালিক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপকালে তিনি বলেন- ‘আমি তাঁকে ফোন করার চেষ্টা করছিলাম। তিনি ফোন তুলছেন না। আমি তাঁর কাছে জানতে চাই এবং জানতে চাই কেন তিনি তাঁর জীবনীতে এমন লিখেছেন।’ কাপড় ধোয়ার অভিযোগে মালিক বলেন, ‘ওয়াসিমকে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়েছে। কাপড় ধোয়ার জন্য হাত ব্যবহার করতেন না।’
আরও পড়ুন… জার্মানিতে খেলতে গিয়ে হেনস্থার শিকার ভারতের গ্র্যান্ডমাস্টার
সেলিম মালিক বলেন, ‘আমার চিন্তাভাবনা ছোট হলে তাঁকে কখনই বল করার সুযোগ দিতাম না। আমি তাঁকে জিজ্ঞাসা করব কেন তিনি আমাকে নিয়ে এমন কথা লিখেছেন।’ সেলিম মালিক ১৯৮২ সালে পাকিস্তানের হয়ে অভিষেক করেন। তাঁর দুই বছর পর অর্থাৎ ১৯৮৪ সালে ওয়াসিম আক্রমের অভিষেক হয়। আক্রম এবং মালিক দীর্ঘদিন একসঙ্গে খেলেছিলেন, তবে তাদের খেলার দিনগুলিতে দুজনের কথা না হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াসিম আক্রম ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত সেলিম মালিকের অধীনেও খেলেছেন। মালিকের নেতৃত্বে, পাকিস্তান ১২টি টেস্টের মধ্যে সাতটি এবং ৩৪টি ওয়ানডের মধ্যে ২১টিতে জিতেছে। ২০০০ সালে, সেলিম মালিক ম্যাচ ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত হন এবং আজীবনের জন্য নিষিদ্ধ হন।
এ বছর ওয়াসিম আক্রমের পাশাপাশি ওয়াকার ইউনুসের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছিলেন সেলিম মালিক। তিনি বলেছিলেন যে এই দুই খেলোয়াড়ই তাঁর সঙ্গে কথা বলেননি। দুজনেই অধিনায়ক হতে চেয়েছিলেন। সেলিম মালিকের পর ওয়াকার ইউনুস ও ওয়াসিম দুজনেই অধিনায়ক হন। ওয়াসিমের অধিনায়কত্বে পাকিস্তান ২৫টি টেস্ট খেলেছে এবং জিতেছে ১২টিতে। পাকিস্তান আট ম্যাচে হেরেছে এবং পাঁচ ম্যাচ ড্র হয়েছে। একই সময়ে, ওয়াসিমের নেতৃত্বে ১০৯টি ওয়ানডে ম্যাচের মধ্যে পাকিস্তান ৬৬টি ম্যাচ জিতেছে। ৪১টি ম্যাচ হেরেছে এবং দুটি ম্যাচ টাই হয়েছে।
For all the latest Sports News Click Here