‘আই অ্যাম এ লুজার’,ফেসবুকে একটার পর একটা পোস্টে ভয়ানক ইঙ্গিত, কী হল সৌম্যর
সৌম্য চক্রবর্তীকে (Soumya Chakraborty) দুটি রিয়েলিটি শো খ্যাতি এনে দেয়। প্রথমত তিনি জি বাংলা সারেগামাপার (Saregamapa) খেতাব জয় করেন। এরপর তাঁকে ইন্ডিয়ান আইডলের (Indian Idol) মঞ্চেও দেখা গিয়েছিল। এ হেন গায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে এমন অভিযোগ ওঠে। এরপর রবিবার, ৩০ এপ্রিল গায়ক তাঁর ফেসবুকের (facebook) পাতায় একাধিক এমন পোস্ট করেন সেখানে তিনি নিজেকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার সোজাসুজি আভাস দিয়েছিলেন। লেখেন, ‘আই অ্যাম এ রেপিস্ট।’ যদিও এর পর তিনি সমস্ত পোস্ট ডিলিট করে দেন।
সৌম্য এদিন তাঁর একাধিক পোস্টের মধ্যে একটিতে লেখেন, ‘যারা দুঃখ দিয়েছে সেই মানুষগুলোকে মনে রাখতে হবে নইলে বারবার ঠকতে হবে। ভালোবাসা শুরু হবে নিজের থেকে, নিজের যত্ন নেওয়া থেকে।’
এরপর আবার তিনি একটি পোস্ট করেন। সেখানে সৌম্য লেখেন, ‘আমার সবথেকে কাছের প্রিয় মানুষের থেকেও শুনলাম আমি নাকি ধর্ষক। বাকিদের সঙ্গে আর যুদ্ধ নয়। আমি তাই। ধন্যবাদ।’
এরপর গায়ক তাঁর ফেসবুকে আবার লেখেন, ‘আজ থেকে গান বাজনা ছাড়লাম। অনেক হয়েছে আর না। অনেক যুদ্ধ করেছি আর পারছি না। আমি তাকে অনেক প্রহার করেছি। আর সেই জন্যই হয়তো সে আমায় রেপিস্ট বলেছে। খুব ভালো। যত জানছি তত ভালো। শিখছিও তত। রেস্ট ইন পিস সমাজ।’
এরপরই সময়ের শেষ পোস্টে নিজেকে শেষ করে ফেলার ইঙ্গিত দেন। লেখেন, ‘কেউ করবেন না দয়া করে। আমি শান্তিতে চলে যেতে চাই। সমাজের সঙ্গে অনেক যুদ্ধ করলাম। হার মেনে নিয়েছি এবার। আর পারছি না। অনেক লড়েছি। একটা মেয়ের মিথ্যে অভিযোগের ভিত্তিতে একটা পুরুষের জীবনের সংজ্ঞা বদলে যায়। একটা মিথ্যে এত বড় হতে পারে। তা বেশ। তোমরা জিতে গেছ। আমি হার মানছি। আমি একজন লুজার।’
যদিও এরপর এতক্ষণ ধরে করা সমস্ত পোস্ট ডিলিট করে দেন। এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে গায়ক বলেন, ‘আমি ফেসবুকে একটি গান পোস্ট করায় এক ব্যক্তি একটি খারাপ কমেন্ট কমেন্ট করেছিলেন। আমার অতীতের একটি কেস যা বহুদিন আগেই মিটে গিয়েছে সেটা নিয়ে এভাবে কটাক্ষ করায় আবেগপ্রবণ হয়ে পড়ি। আর এই পোস্টগুলো করি। তিনি এই বিষয়ে ফেসবুকেও জানান। কেন পোস্টগুলো করেছিলেন সেটা সেই পোস্টে স্পষ্ট করে দেন।
For all the latest entertainment News Click Here