‘আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেই হবে না’, বাবরকে খোঁচা শোয়েবের
শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র তাদের প্রাক্তন পেসার শোয়েব আখতার। স্পষ্টভাবেই কথা বলতে তিনি প্রসিদ্ধ। ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। পিএসএলে আজম খানের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে তাঁকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও বেছে নিয়েছেন তিনি। পাশাপাশি ঘুরিয়ে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক বাবর আজমকেও কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর স্পষ্ট বক্তব্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়াটাই আসল বিষয় নয়।
পিএসএলে করাচি কিংসের বিরুদ্ধে ম্যাচে ৪১ বলে ৭২ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন আজম খান। পেসারকে বসে পড়ে সুইপ মেরে যেভাবে ছয় মেরেছিলেন তাতে করে নজর কেড়েছিলেন বিশেষজ্ঞদের। সেই বিষয়টি নিয়ে বলতে গিয়েই পাক সংবাদ মাধ্যম সুনো নিউজে শোয়েব আখতার জানিয়েছেন, ‘আমার আজম খানকে খুব দায়িত্বশীল ক্রিকেটার বলে মনে হয়েছে। ও ইনিংস গড়তে পারে। শুধুমাত্র স্লগ করে রান করে না। সাক্ষাৎকারেও খুব স্মার্টলি কথা বলেছে ও। ওকে ওইভাবে কথা বলতে দেখে আমার খুব ভালো লেগেছে। পারফরম্যান্স নিয়ে যেভাবে ও কথা বলেছে তা আমার অত্যন্ত ভালো লেগেছে। আজ থেকে ২০ বছর আগে যখন খেলছিলাম তখন কিন্তু আমি এত গুছিয়ে কথা বলতাম না। কিন্তু আজকের দিনে এত বেশি মিডিয়ার নজর একজন ক্রিকেটারের উপর থাকে যে গুছিয়ে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। কোনও সমস্যা হলে আমি সেটা তুলে ধরতে চাই। বলতে চাই এটাই তোমার সমস্যা। যেভাবে আজম কথা বলেছে তাতে ওকে দেখে ভবিষ্যতের অধিনায়ক বলেই আমার মনে হয়েছে।’
তিনি আরও যোগ করেন ‘যখন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদি এবং আব্দুর রজ্জাকরা খেলত তারা বলত যে গোটা মাঠটাই আমাদের। এখানকার সমস্ত দর্শক আমাদের। এভাবেই গোটা পরিবেশ পরিস্থিতিকে যেন ওরা নিয়ন্ত্রণ করে নিত। তাদের সরাসরি বক্তব্য ছিল পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম। আর আজম যেন ঠিক সেইভাবেই নিয়ন্ত্রণ করছিল। এভাবেই একজন তারকা হয়ে ওঠে।’ এবার শোয়েব বাবরকে খোঁচা দিয়ে বলেন, ‘শুধুমাত্র আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেই হবে না। যেভাবে আজম খেলেছে। যেভাবে দায়িত্ব নিয়েছে, দেখে মনে হয়েছে সেই স্পেস্টার মালিক যেন ও।’
For all the latest Sports News Click Here