আইরিশদের বিরুদ্ধে ম্যাচে বোলিং, ব্যাটিং, কিপিং না করেও আজব নজির অধিনায়ক স্টোকসের
আয়ারল্যান্ডের বিরুদ্ধে শনিবার চার দিনের ম্যাচে ১০ উইকেটে বড় জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। সেই সঙ্গে ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিবেসে অনন্য নজির গড়ে ফেলেছে। স্টোকস টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম অধিনায়ক, যিনি ব্যাটিং, বোলিং এবং উইকেটকিপিং কিছু না করেই কোনও ম্যাচে জয় পেয়েছেন। লর্ডসে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টোকস মাত্র একটি ক্যাচ নেন। আর কিছুই তাঁকে করতে হয়নি। অর্থাৎ এই জয়ে ক্রিকেটার হিসেবে আর কোনও অবদান নেই তাঁর।
এই ম্যাচে ইংল্যান্ড ইনিংসেই জিততে পারত। কিন্তু আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি ম্যাকব্রায়েন এবং মার্ক অ্যাডায়ারের দুরন্ত দু’দুটি ইনিংসের সুবাদে ইনিংসের হারার লজ্জার হার থেকে বেঁচে যায় তারা। ৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে ৩৬২ রানেই গুটিয়ে যায় তারা। ব্রিটিশদের মাত্র ১১ রানের লক্ষ্য দিতে পারে আয়ারল্যান্ড। আর সেই লক্ষ্যে মাত্র ৪ বলেই পৌঁছে যায় ইংল্যান্ড। ৩টি চার মেরে দলকে জিতিয়ে দেন জ্যাক ক্রলি। এই নিয়ে ‘বাজবল’ খেলে ১৩ টেস্টের ১১টিতেই জিতল ইংল্যান্ড।
আরও পড়ুন: 2023 Asia Cup আয়োজনে SLC রাজি হওয়ায়, লঙ্কার বিরুদ্ধে ODI সিরিজ প্রত্যাখ্যান করল PCB
১৬২ রানে ৬ উইকেট হারানো আয়ারল্যান্ডের মান বাঁচান এই দুই ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাকব্রায়েন এবং মার্ক অ্যাডায়ারের। দু’জনে ১৬৩ রানের পার্টনারশিপ করেন। তাও দাপটের সঙ্গে ১৬৫ বল খেলে। ম্যাকব্রায়েন ও অ্যাডায়ার- দু’জনের সামনেই ছিল লর্ডসে সেঞ্চুরির সুযোগ। তবে দলীয় ৩২৫ রানে ম্যাথু পটসের বলে সেঞ্চুরির ১২ রান আগে আউট হন অ্যাডায়ার। ৭৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেন আইরিশ অলরাউন্ডার। ম্যাকব্রায়েন অপরাজিত ছিলেন ৮৬ রানে। তবে সঙ্গীর অভাবে সেঞ্চুরিটা আর করা হয়নি তাঁর। চোটের কারণে ১২ রানে রিটায়ার্ড হার্ট হওয়া ওপেনার জেমস ম্যাকালাম আর নামতে পারেননি। তিনি নামতে পারলেও হয়তো সেঞ্চুরির আক্ষেপ মিটত ম্যাকব্রায়েনের।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চান ওয়ার্নার
২৫৫ রান, হাতে ৭ উইকেট- ইনিংস ব্যবধানে হার এড়াতে এই সমীকরণ নিয়ে মাঠে নামেন আইরিশ ব্যাটসম্যানরা। ৩ উইকেটে ৯৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শনিবার শুরুতেই হারায় লরকান টাকারকে। এর পর ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি হ্যারি টেক্টর , কার্টিস ক্যাম্ফারও। তবে রং বদলে দেন ম্যাকব্রায়েন-অ্যাডায়ার জুটি।
অন্যদিকে বল হাতে প্রথম পরীক্ষাটায় বেশ ভালো ভাবেই উতরে গেলেনন ব্রিটিশ পেসার জশ টাং। লর্ডসে অভিষেক টেস্টেই নিয়েছেন ৫ উইকেট। সুযোগ পেয়েছেন অ্যাশেজের প্রথম দুই টেস্টের দলেও।
এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ১৭২ রানে গুটিয়ে দিয়ে অলি পোপ, বেন ডাকেটদের ব্যাটিংয়ে ইংল্যান্ড গড়ে রানের পাহাড়। পোপের ডাবল সেঞ্চুরি আর বেন ডাকেটের সেঞ্চুরিতে ৪ উইকেট ৫২৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিলেন বেন স্টোকস।
For all the latest Sports News Click Here