আইরিশদের বিরুদ্ধে অভিষেক ঘটবে উমরানের? হার্দিকের কথায় কিন্তু ইঙ্গিত স্পষ্ট
একদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি নিতে ব্যস্ত এক ভারতীয় দল, আর অপরদিকে রবিবার (২৬ জুন) আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে আরেক টিম ইন্ডিয়া। আইরিশদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
ম্যাচের আগেরদিন প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসাবে সাংবাদিক সম্মেলন করলেন হার্দিক। বিরাট কোহলি, রোহিত শর্মারা ইংল্যান্ডে টেস্ট ম্যাচের প্রস্তুতি নেওয়ায় তুলনামূলত তরুণ এক ভারতীয় দলকে আয়ারল্যান্ড সফরে পাঠিয়েছে বিসিসিআই। তাই আইরিশদের বিরুদ্ধে বেশ কিছু নতুন মুখকে ভারতীয় জার্সিতে খেলতে দেখা যেতে পারে। তাদের মধ্যে অন্যতম হলেন উমরান মালিক। আইপিএলে বল হাতে আগুনে পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেও, একটি ম্যাচ খেলেননি উমরান। আয়ারল্যান্ড সফরে কি তাঁর ভাগ্যে শিকে ছিঁড়বে?
আরও পড়ুন- India vs Ireland T20Is: দলে ঢুকবেন সম্ভবত সূর্য এবং সঞ্জু, কী হবে ভারতের প্রথম একাদশ?
আরও পড়ুন- ও দারুণ গতিতে রান করে, এই ভারতীয় তারকার অলরাউন্ড ব্যাটিং দক্ষতায় মুগ্ধ শাস্ত্রী
হার্দিকের কথায় কিন্তু ইঙ্গিত স্পষ্ট। এই সিরিজে বেশ কিছু তারকার অভিষেক ঘটতে পারে বলে খোলাখুলি জানিয়েই দিলেন হার্দিক। তিনি বলেন, ‘আমরা অবশ্যই নতুনদের সুযোগ দিতে চাই, কিন্তু তার পাশাপাশি সেরা একাদশ নিয়ে মাঠে নামাটাও আমাদের লক্ষ্য। তবে হ্যাঁ, এমন পরিস্থিতিতে আসার সম্ভাবনা রয়েছে যেখানে আমরা নতুনদের অভিষেক ঘটানোর সুযোগ দেব। পরিস্থিতি যাই হোক না কেন, মাঠে সেরা একাদশ নিয়ে যাতে নামতে পারি, সেই দিকেই সবার আগে আমাদের নজর থাকবে।’ রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত ন’টায় শুরু হবে ভারত-আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
For all the latest Sports News Click Here