আইরিশদের চোখ রাঙানি সহ্য হয়নি, দুই ওপেনারের শতরানে ইঁটের জবাবে পাথর শ্রীলঙ্কার
আইরিশদের স্পর্ধায় ক্ষমাশীল হওয়ার পথে হাঁটল না শ্রীলঙ্কা। বরং আয়ারল্যান্ডের ইঁটের জবাবে পাথর ছুঁড়তে শুরু করেছে দ্বীপরাষ্ট্র। অধিনায়কোচিত দৃঢ়তায় দিমুথ করুণারত্নে আইরিশ শিবিরে পালটা আঘাত হানার কাজে অগ্রণী ভূমিকা নেন।
গলে দ্বিতীয় টেস্টে শুরুতে ব্যাট করে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪৯২ রান তোলে। শতরান করেন পল স্টার্লিং (১০৩) ও কার্টিস ক্য়াম্ফার (১১১)। নিশ্চিত শতরান হাতছাড়া করেন অ্যান্ডি বলবির্নি (৯৫) ও লরকান টাকার (৮০)। শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ১৭৪ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন প্রবথ জয়সূর্য। উল্লেখ্য, জয়সূর্য প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট দখল করেন। সুতরাং, ৩টি ইনিংসে সাকুল্যে ১৫টি উইকেট নেন তিনি।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৮১ রান তুলে। তার পর থেকে খেলতে নেমে তৃতীয় দিনে রীতিমতো আগ্রাসী মেজাজে রান তুলতে থাকে শ্রীলঙ্কা। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের শেষে সিংহলিদের সংগ্রহ ১ উইকেটে ৩৫৭ রান। প্রথম ইনিংসে তারা সাকুল্যে ৭৭ ওভার ব্যাট করেছে। সুতরাং ওভার প্রতি তারা ৪.৬৩ রান সংগ্রহ করেছে।
প্রথম টেস্টে ১৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা করুণারত্নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৩৩ বলে ১১৫ রান করে আউট হন শ্রীলঙ্কার ক্যাপ্টেন।
আরও পড়ুন:- IPL-এর মাঝে কাউন্টিতে ঝড় পঞ্জাব কিংস তারকার, পা ভাঙার ৮ মাস পরে মাঠে ফিরেই কামাল
ব্যক্তিগত শতরান পূর্ণ করে লড়াই জারি রেখেছেন অপর ওপেনার নিশান মদুষ্কা। তিনি ১৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩৪ বলে ১৪৯ রান করে তৃতীয় দিনে অপরাজিত থাকেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ব্যক্তিগত শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। তিনি নট-আউট থাকেন ৯৬ বলে ৮৩ রানের আগ্রাসী ইনিংস খেলে। কুশল ৭টি চার ও ৫টি ছক্কা মেরেছেন।
আয়ারল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ক্যাম্ফার। শ্রীলঙ্কা প্রথম ইনিংসের নিরিখে আপাতত ১৩৫ রানে পিছিয়ে। তাদের হাতে রয়েছে ৯টি উইকেট। সুতরাং, ভয়ানক ব্যাটিং বিপর্যয়ে না পড়লে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নিরিখে লিড নেওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।
আরও পড়ুন:- RCB-র KGF-কে থামানোর সেরা অস্ত্র রয়েছে KKR-এর হাতে, এই দুই বোলারের বিরুদ্ধ বরাবর ব্যর্থ ব্যাঙ্গালোরের ত্রিফলা
উল্লেখ্য, গলেই সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে এক ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। সিংহলিদের ৬ উইকেটে ৫৯১ রানের জবাবে আয়ারল্যান্ড দুই ইনিংসে অল-আউট হয় যথাক্রমে ১৪৩ ও ১৬৮ রানে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here