আইপিএল মেগা নিলামের আগে গুজরাট টাইটানসের অধিনায়ককে ‘বার্তা’ ক্রুণাল পান্ডিয়ার
শুভব্রত মুখার্জি: রাত পোহালেই বেঙ্গালুরুর মাটিতে অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী মেগা নিলামের আসর। হাতুড়ির নিচে ভাগ্য নির্ধারিত হবে ৫৯০ জন দেশি-বিদেশি ক্রিকেটারের। দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলা ক্রুনাল পান্ডিয়াকে এইবার আর রিটেন করা হয়নি। ফলে ১০টি ফ্রাঞ্চাইজির মধ্যে কোন একটি দলে নিজের জায়গা করে নিতে লড়াই চালাবেন তিনি। তার আগে নয়া ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটানসের অধিনায়ক তথা ভাই হার্দিক পান্ডিয়াকে ‘বার্তা’ দিলেন ভাই ক্রুণাল।
প্রসঙ্গত আসন্ন মরশুমে গুজরাট হার্দিককে তাদের অধিনায়ক নির্বাচিত করেছে। ফলে নিলামের পরবর্তীতে হার্দিক এবং ক্রুণাল পান্ডিয়া এই দুই ভাইয়ের দুটি আলাদা ফ্রাঞ্চাইজির হয়ে খেলার সম্ভাবনা রয়েই যাচ্ছে। আবার পাশাপাশি এক দলের হয়ে খেলার সম্ভাবনা ও রয়ে যাচ্ছে তাদের। সেকথা মাথায় রেখেই নিলামের আগে সিনিয়র পান্ডিয়ার তরফ থেকে তার ভাইয়ের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোকে ক্রুনাল পান্ডিয়া জানিয়েছেন ‘আমি জানি না হার্দিক ওর দলে আমাকে চায় কিনা। যদি চায় তাহলে নিশ্চয়ই নিলাম থেকে আমাকেও নিজের দলে নেবে। তবে আমি যে কোন দলে যেতেই প্রস্তুত রয়েছি। আমাদের দু’জনের সম্পর্ক একটু আলাদা রকমের। আমাদের সততা, লয়্যালটি ভাই হওয়া সত্ত্বেও ঘনঘন বদলায় না। এথিক্যালি যে জিনিসটা ঠিক আমরা সেটাই করি। এতদিন পর্যন্ত এটাই আমাদের হয়ে কাজ করেছে। ওর অনেক কিছু পজিটিভ রয়েছে। ও একজন জন্মগত লিডার বলা যায়। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ও নিজের লিডারশিপ কোয়ালিটির প্রদর্শন করেছে।’
For all the latest Sports News Click Here