আইপিএলে রান করলেই ৫০ ওভারের ক্রিকেটে আত্মবিশ্বাস পাবে সূর্য, টোটকা গাভাসকরের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের পরপর তিন ম্যাচে শূন্য রানে ফেরা, যা রাতারাতি ভিলেন বানিয়ে দিয়েছে সূর্যকুমার যাদবকে। ভারতীয় দলে সবথেকে হতাশার নাম হয়ে উঠেছেন তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে তিনটে ম্যাচেই প্রথম বলে শূন্য রানে আউট হয়েছেন বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার। সব সমালোচনার তির এখন তাঁর দিকে। এই আবহেই তাঁকে দল থেকে বাদ দিয়ে সঞ্জু ম্যামসনকে খেলানোর দাবি জোরালো হয়েছে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদবের প্রতি ভরসা রেখেছে। তাঁর পিছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে টি-টোয়েন্টিতে তাঁর বিধ্বংসী ফর্ম। গত বছর টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরকে সূর্যকুমার যাদবের এই খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসার জন্য কী করা উচিত, প্রশ্ন করা হলে তিনি ‘কিছু না, কিছু না’ বলে এড়িয়ে যান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে সূর্যকুমার প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিনবার শূন্য রানে আউট হওয়ার একটি অবাঞ্ছিত বিশ্ব রেকর্ড করেছেন। তিনি প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হন এবং তৃতীয় ম্যাচে অ্যাশটন তাঁকে ক্লিন-বোল্ড করেন।
সূর্যকুমারের সঙ্গে খারাপ কী হচ্ছে? কী করে তাঁর ফর্ম তিনি ফিরে পাবেন? এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরকে। তিনি এক অপ্রত্যাশিত উত্তর দেন বলেন, ‘কিছুই না। কিছুই না। সূর্য সবেমাত্র বুঝতে পেরেছে যে এইরকম সেরা ক্রিকেটারদের সঙ্গেও হতে পারে এবং হয়েছে। তাই আমি মনে করি ওকে সবার প্রথমে যেটা করতে হবে তা হল ফোকাস। এই তিনটে ম্যাচের কথা ভুলে গিয়ে আসন্ন আইপিএলে ওকে মনোনিবেশ করতে হবে। সেখানে রান পেতে হবে। আইপিএলে রান পেলেই একদিনের ম্যাচের জন্য আত্মবিশ্বাস ফিরে পাবে।’
পরপর ম্যাচে একটি করে বল খেলে সেটাতে আউট হয়ে যাওয়ায় সূর্যের খুব একটা দোষ দেখতে পারছেন না সানি। তিনি বলেন, ‘হ্যাঁ পরপর তিনটি ম্যাচে প্রথম বলে আউট হয়েছে ও। তবে বলা খুব মুশকিল কী খারাপ হচ্ছে। তবে প্রথম দুটো ম্যাচে মিচেল স্টার্কের ডেলিভারি খুব ভালো ছিল। কিছু করার ছিল না সূর্যর।’ ভারত অধিনায়ক রোহিত শর্মাও তাঁর পাশে দাঁড়িয়ে বলেন, ‘সূর্যকুমার এই সিরিজে মাত্র তিনটি বল খেলেছে। যদি ভালো করে দেখা হয় তাহলে দেখা যাবে তিনটি বলই খুব ভালো ছিল। ফলে এই নিয়ে খুব একটা শোরগোল না করলেও হবে।’
For all the latest Sports News Click Here