আইপিএলের প্রস্তুতিতে মগ্ন সিএসকে, অনুশীলনে ছক্কার ‘ফুলঝুরি’ ধোনি-উথাপ্পাদের
শুভব্রত মুখার্জি: আসন্ন আইপিএলকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন সিএসকের ক্রিকেটাররা। সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে অনুশীলন করছে সিএসকে দল। আর সেখানেই সমর্থকদের ছক্কার ‘ফুলঝুরি’ উপহার দিয়ে গ্র্যান্ড স্টাইলে প্রস্তুতি সারলেন মহেন্দ্র সিং ধোনি, রবীন উথাপ্পারা। সমর্থকদের সেই অনুশীলনের সাক্ষী করতে সিএসকের তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হল সেই অনুশীলনের ভিডিয়ো। যা ইতিমধ্যেই ভাইরাল।
সিএসকের অফিসিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা গিয়েছে নেটে মহেন্দ্র সিং ধোনি, রবীন উথাপ্পা, সি হরি নিসকান্তদের ব্যাটিং অনুশীলন করতে। অনুশীলনে ব্যাট করার সময়তে স্পিনারদের বিরুদ্ধে ধোনিকে বেশ কিছু অ্যাটাকিং শট খেলতে দেখা যায়। যা দেখে স্বাভাবিকভাবেই খুশি ধোনি ভক্তরা। উল্লেখ্য চারবারের চ্যাম্পিয়ন দল সিএসকে রয়েছে এবার গ্রুপ-বি’তে। যেখানে তাদের সঙ্গে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেন্জ্ঞার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানস দল।
প্রসঙ্গত এবারের আইপিএলের সবকটি ম্যাচ খেলা হবে মহারাষ্ট্র এবং পুনেতে। মহারাষ্ট্রে ৫৫ এবং পুনেতে খেলা হবে ১৫ টগ ম্যাচ। এবারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস এবং গতবারের রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স। ২৬ মার্চ ওয়াংখেড়েতে খেলা হবে এই ম্যাচটি। এর পরের ম্যাচে সিএসকে ৩১ মার্চ ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলবে লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে। চেন্নাই সূচি অনুযায়ী দুটি করে ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেন্জ্ঞার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে।
For all the latest Sports News Click Here