আইনি জটে ফাঁসতে চান না, সরে দাঁড়ালেন সলমন? অনিশ্চিত ‘নো এন্ট্রি ২’-এর ভবিষ্যত!
তৈরি চিত্রনাট্য, আগামী বছরই শ্যুটিং ফ্লোরে যাওয়ার কথা ছিল ‘নো এন্ট্রি ২’-এর কিন্তু বদলে গেল সবকিছু! বলিউডে জোর গুঞ্জন এই ছবি তৈরির পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছেন সলমন খান। কী কারণে ‘নো এন্ট্রি ২’ থেকে মুখ ঘুরিয়ে নিলেন ভাইজান? কেন নিজের অন্যতম পছন্দের ছবির সিকুয়েল তৈরিতে আর আগ্রহী নন সুপারস্টার?
বলিউড হাঙ্গামাকে এক সূত্র জানিয়েছে, অনিজ বাজমির লেখা চিত্রনাট্য দারুণ পছন্দ হয়েছিল সলমনের, তাই ‘নো এন্ট্রি ২’ নিয়ে দারুণ উত্তেজিত ছিলেন সলমন। তাঁর মতে, গত এক দশকে এমন দমফাটা হাসির ছবি তৈরি হয়নি বি-টাউনে। কিন্তু ছবির সঙ্গে এতো আইনি ঝামেলা জড়িয়ে গিয়েছে যে পিছু হটতে খানিক বাধ্য হলেন সলমন। নো এন্ট্রির সহ-প্রযোজক ছিল সাহারা মোশন পিকচার্স, যার বর্তমানে কোনও অস্তিত্ব নেই। তাই কাজ আরও কঠিন হয়ে গিয়েছে। পাশাপাশি এই ছবির বাজেট নিয়েও সমস্যা দেখা দিয়েছে। বাজেটের পরিমাণ ছবির শুরুর আগেই লাগাম ছাড়াচ্ছে, একবার শ্যুটিং শুরু হলে আরও সমস্যা বাড়বে কারণ ‘নো এন্ট্রি’র সঙ্গে বেশ কিছু আইনি সমস্য়া জুড়ে রয়েছে। যা ভবিষ্যতে ‘নো এন্ট্রি ২’-এর মাথাব্য়াথার কারণ হয়ে ওঠতে পারে।
২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘নো এন্ট্রি’। অনিস বাজমি পরিচালিত ও বনি কাপুর প্রযোজিত এই ছবিতে দেখা মিলেছিল সলমন খান, অনিল কাপুর, ফরদিন খান, এষা দেওল, বিপাশা বসু, লারা দত্ত, সেলিনা জেটলিদের। ২০০২ সালের তামিল ছবি ‘চার্লি চাপলিন’-এর রিমেক ছিল ছবিটি, এবং ২০০৫ সালের সবচেয়ে বেশি ব্যবসাও করেছিল।
তাই আপতত তাকে তুলে রাখা হয়েছে ‘নো এন্ট্রি ২’-এর চিত্রনাট্য। নতুন বছরে নতুন স্ক্রিপ্টের খোঁজে ভাইজান। পরবর্তীতে সলমনকে দেখা যাবে ‘কিসিকা ভাই, কিসিকা জান’ ছবিতে। পাশাপাশি পরের বছর দিওয়ালিতে আসছে সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩’।
For all the latest entertainment News Click Here