আইনি জটিলতায় জড়িয়েছিলেন শৈবাল? ‘মিঠাই’-এ কাজের সময়ে কিছু কি টের পান পরিচালক
চপার দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। আপাতত চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ছোটপর্দায় একাধিক কাজ করেছেন শৈবাল। ‘মিঠাই’ ধারাবাহিকেও দিন কয়েকের জন্য দেখা গিয়েছিল তাঁকে। সেখানে অপরাজিতা অর্থাৎ অপার এক ছাত্রীর বাবার ভূমিকায় অভিনয় করেন তিনি।
মাস দুয়েক আগে ‘মিঠাই’-এর সেটে তিন-চার দিনের কাজ ছিল শৈবালের। পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানান, খুবই একাগ্রতার সঙ্গে শ্যুট করেছিলেন অভিনেতা। তাঁর কথায়, ‘আগেও একটি ধারাবাহিকে আমি ওঁর সঙ্গে কাজ করেছিলাম। এর পর দীর্ঘ দিন আর একসঙ্গে কাজের সুযোগ হয়নি। তখন কিছু কথাবার্তা শুনেছিলাম। তার পর আবার ‘মিঠাই’-এর সেটে দেখা। তখন মনে হয়েছিল, উনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।’
(আরও পড়ুন: ‘এর জন্য আমার স্ত্রী…’, রক্তাক্ত শরীরে ভিডিয়ো, সুইসাইডের চেষ্টার সময় কী বললেন?)
সম্ভবত কোনও আইনি জটিলতায় ছিলেন শৈবাল। রাজেন্দ্র বলেন, ‘এক দিন উনি একটু দেরিতে শ্যুটে আসেন। কারণ ওঁকে আদালতে যেতে হয়েছিল। উকিলের সঙ্গেও মনে হয় কথাবার্তা বলার ছিল। কিন্তু বিষয়টা ঠিক কী, তা জানি না। ওঁর মধ্যে কখনও কোনও অস্বাভাবিকত্ব দেখিনি। খুব মন দিয়ে কাজ করছিলেন। সব সংলাপও খুব ভালো ভাবে মনে রাখতেন। বারবার জানতে চাইতেন কাজ ভালো হচ্ছে কি না। বুঝতেই পারিনি এ রকম একটা পদক্ষেপ করবেন।’
(আরও পড়ুন: হাতে নেই কাজ, আত্মহত্যার চেষ্টা টেলি অভিনেতার, অবসাদে ভুগছেন শৈবাল?)
সোমবার রাতে কসবার ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করেন শৈবাল। মঙ্গলবার সকালে নেটমাধ্যমে অভিনেতার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। দেখা যায়, রক্তে ভেসে যাচ্ছে তাঁর শরীর। তাঁকে বলতে শোনা যায়, ‘আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম। এর জন্য আমার স্ত্রী, শাশুড়ি…’।
শোনা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই মাদকাসক্ত হয়ে পড়ছিলেন অভিনেতা। কাজের অভাবে ক্রমেই অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন? নাকি ব্যক্তিজীবনের সমস্যায় জর্জরিত হয়ে এই চরম পদক্ষেপ? জোরালো হচ্ছে প্রশ্ন।
For all the latest entertainment News Click Here