আইনি জটিলতার সম্মুখীন অরুণিতা-পবনদীপ! চুক্তিভঙ্গ করার অভিযোগ জুটির বিরুদ্ধে
সোনি টিভির গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। গত বছর অগস্টে শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১২’। শুরু থেকেই চর্চায় ছিল জনপ্রিয় জুটি পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। একজন ‘ইন্ডিয়ান আইডল’-এর বিজেতা ও অন্যজন দ্বিতীয় স্থানাধিকারী। বর্তমানে এই দুই রয়েছেন আমেরিকায়। সেখানে তাঁদের লাইভ শো হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে খবর, আইনি জটিলতায় অরুণিতা-পবনদীপ। সূত্রের খবর, ‘ইন্ডিয়ান আইডল ১২’ শেষ হওয়ার আগেই, এক নামী সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন দু’জনে। ২০টি গানের একটি রোম্যান্টিক অ্যালবামের জন্য চুক্তি করেছিলেন। সংস্থার পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই অ্যালবামের ঘোষণাও করা হয়েছিল।
সম্প্রতি সংস্থার তরফে অভিযোগ তোলা হয়েছে, একটি গানের শ্যুটিংয়ের পর, প্রযোজকদের সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না পবনদীপ-অরুণিতা। আরও অভিযোগ, প্রথম গানের শ্যুটিংয়ের পর থেকেই প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেন অরুণিতা। এরপর পবনদীপ কাঞ্জিলালও সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। অভিযোগ, চুক্তি অনুযায়ী বাকি গানেরও শ্যুটিং এবং প্রোমোশনের জন্য কোনও যোগাযোগ রাখেননি তাঁরা। ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছে কোম্পানি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পরই ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের দরজায় কড়া নাড়েন তাঁরা। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, প্রযোজকদের সঙ্গে কোনও অবিচার মেনে নেওয়া হবে না। এই জল কতদূর গড়ায় তা দেখার।
For all the latest entertainment News Click Here