অ্যাসেজের লড়াইকেও প্রভাবিত করছে আইপিএল, বিবিএল: ম্যাকগ্রাথ
শুভব্রত মুখার্জি: অ্যাসেজের মতো ঐতিহ্যবাহী সিরিজেও প্রভাব ফেলছে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টি-২০ লিগ। বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এর প্রভাব যে এই ধরনের সিরিজে পড়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাথ।
চলতি অ্যাসেজ সিরিজ কার্যত একপেশে ম্যাচ হচ্ছে। সিরিজে আপাতত ২-০ ফলে এগিয়ে অস্ট্রেলিয়া। ব্রিসবেন এবং অ্যাডিলেড দু’টি টেস্টেই জিতেছে অজিরা। জো রুটের অধিনায়কত্ব সমালোচনার মধ্যে পড়েছে। এমন আবহে দাঁড়িয়ে ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে দিলেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাথ। ম্যাকগ্রাথের মতে অ্যাসেজের যে কঠিন লড়াই হত তা এই সিরিজে একেবারেই দেখা যাচ্ছে না। বর্তমানে সময়ে ক্রিকেটাররা একে অপরের প্রতি অনেক বেশি ‘নরম’ বলে মনে করেন ম্যাকগ্রাথ।
ম্যাকগ্রাথ অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে জানিয়েছেন ‘কখনও কখনও ব্যাপারটা খুব বেশি নম্র স্বভাবের বলে মনে হয়। এভাবেই এখন ব্যাপারটা চলছে। তাই না। বিষয়টি অনেক বেশি রাজনৈতিকভাবে সঠিক। আক্রমনাত্মক হতে এখন সবাই একটু নার্ভাস অনুভব করে।
আমার মনে আছে নাসির হুসেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড যখন তার দলকে নিয়ে এসেছিল তখন গোটা সিরিজে তাদের আমাদের সঙ্গে কথা বলা বারণ ছিল। এমনকি ‘গুড-ডে’টুকুও মুখোমুখি হলে বলা হত না। দেশকে প্রতিনিধিত্ব করার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের উচিত বিষয়টিকে নিয়ে গুরুত্বের সঙ্গে সাজঘরে ভাবনা চিন্তা করা।’
For all the latest Sports News Click Here