অ্যাশেজে ২-০ পিছিয়ে থাকা ইংল্যান্ড শিবিরে জোর ধাক্কা, ছিটকে গেলেন ভাইস ক্যাপ্টেন
অ্যাশেজের প্রথম ২টি টেস্টে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। পান থেকে চুন খসলেই ঘরের মাঠে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে ব্রিটিশদের। এই অবস্থায় বড়সড় ধাক্কা লাগল ইংল্যান্ড শিবিরে। কাঁধের চোটে বাকি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য ব্যাটার ওলি পোপ।
লর্ডসের দ্বিতীয় টেস্ট চলাকালীন ডান কাঁধে চোট পান পোপ। তাঁর কাঁধের হাড় সরেছে। ফলে সিরিজের বাকি তিনটি টেস্টে মাঠে নামা সম্ভব হবে না পোপের পক্ষে। সোমবার লন্ডনে চোট পাওয়া কাঁধে স্ক্যান করান পোপ। রিপোর্টে স্পষ্ট হয় যে, তারকা ব্যাটসম্যানের চোট বেশ গুরুতর। চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। সুতরাং, বাকি সিরিজে তাঁর মাঠে নামার কোনও সম্ভাবনাই নেই।
পোপ অ্যাশেজ সিরিজে বেন স্টোকসের ডেপুটি ছিলেন। তাঁর অনুপস্থিতে স্টুয়ার্ট ব্রড ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করতে পারেন। পোপের বদলে ইংল্যান্ড তৃতীয় টেস্টে মাঠে নামাতে পারে ড্যান লরেন্সকে।
আরও পড়ুন:- শেষ বিশ্বকাপ, বিশ্বকাপেই শেষ! বর্ণোজ্জ্বল কেরিয়ারে ইতি টানছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা
ড্যান লরেন্স শেষবার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেন গতবছর মার্চে। ম্যাকালাম ও বেন স্টোকস জুটি ইংল্যান্ডের কোচ-ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়ার পর থেকে একটিও টেস্টে মাঠে নামার সুযোগ পাননি তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া হেডিংলে টেস্টে ইংল্যান্ড পোপের বদলে নতুন কাউকে দলে চাইছে না বলেই শিকে ছিঁড়তে পারে লরেন্সের ভাগ্যে। সেই কারণেই আপাতত উইকেটকিপার-ব্যাটার বেন ফোকসের তড়িঘড়ি টেস্ট স্কোয়াডে কামব্যাকের সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
পোপ বার্মিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩১ ও ১৪ রান করেন। লর্ডসের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৪২ ও ৩ রান। অন্যদিকে, লরেন্স এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্টে মাঠে নেমেছেন। ২৯.০০ গড়ে তিনি ৫৫১ রান সংগ্রহ করেছেন। ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৩টি।
আরও পড়ুন:- ICC Ranking: ইতিহাস গড়লেন আতাপাত্তু, শ্রীলঙ্কার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বিশ্বব়্যাঙ্কিংয়ের এক নম্বরে চামারি
উল্লেখযোগ্য বিষয় হল, সিরিজ শুরুর আগে চোট পেয়ে ইংল্যান্ডের স্কোয়াড থেকে ছিটকে যান দলের এক নম্বর স্পিনার জ্যাক লিচ। এবার সিরিজের মাঝপথে চোট পেয়ে ছিটকে গেলেন নির্ভরযোগ্য ব্যাটার। চলতি অ্যাশেজে ইংল্যান্ডের সামনে পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ।
অ্যাশেজের শেষ ৩টি টেস্টের সূচি:-
তৃতীয় টেস্ট: ৬ থেকে ১০ জুলাই (লিডস)
চতুর্থ টেস্ট: ১৯ থেকে ২৩ জুলাই (ম্যাঞ্চেস্টার)
পঞ্চম টেস্ট: ২৭ থেকে ৩১ জুলাই (ওভাল)
For all the latest Sports News Click Here