অ্যাশটনের হাফসেঞ্চুরিতেই বাজিমাত, পঞ্চমবার BBL চ্যাম্পিয়ন পারথ স্করচার্স
আরও একবার পারথ স্করচার্সের ধামাকা। এই নিয়ে পঞ্চম বার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হল পারথ স্করচার্স। ২০২২-২৩ বিবিএল ফাইনালের আগে, পারথ স্করচার্স আরও সাতটি ফাইনাল খেলেছিল। এবং চার বার চ্যাম্পিয়ন হয়েছিল। শনিবার জিমি পিয়ারসনের ব্রিসবেন হিটের বিপক্ষে ফাইনালে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল পারথ স্করচার্স।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রিসবেন হিট। জোশ ব্রাউন ১২ বলে ২৫ রান করে হিটের শুরুটা ধামাকাদার ভাবেই করেন। তবে ডেভিড পেইনের বলে তাঁকে দ্রুত সাজঘরে ফিরতে হয়। অ্যান্ড্রু টাই তাঁর ক্যাচ ধরেন। এর পর স্যাম হেজলেট এবং নাথান ম্যাকসুইনি দ্বিতীয় উইকেটে ৬১ বলে ৭৯ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন।
আরও পড়ুন: কোন মার্জিনে অজিদের হারালে WTC ফাইনালের টিকিট ও এক নম্বর দলের খেতাব পাবে ভারত?
তবে হেজলেটের আউটটা বড় ধাক্কা হয়ে যায় ব্রিসবেন হিটের কাছে। ৩০ বলে ৩৪ রান করে জেসন বেহরেনডর্ফের বলে ডেভিড পেইনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেজলেট। ম্যাকসুইনিও ৩৭ বলে ৪১ রান করে অ্যারন হার্ডির বলে ব্যানক্রাফটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এ ছাড়া ম্যাক্স ব্রায়ান্ট ৩১ এবং স্যাম হ্যান ২১ করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে ব্রিসবেন হিট। পারথরে জেসন বেহরেনডর্ফ এবং ম্যাথু কেলি ২টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: আলুরে অস্ট্রেলিয়া যে উইকেটে প্রস্তুতি সারছে, তা অতি ভয়ঙ্কর, পিচের ছবি হল ভাইরাল
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা নড়বড়ে হয়েছিল পারথ স্করচার্সের। ৭.৫ ওভারে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। সেই সময়ে রানরেট প্রায় দশের আশোপাশে ঘোরাফেরা করছিল। তবে অ্যাশটন টার্নারের দুরন্ত হাফসেঞ্চুরি পারথকে জয়ের দরজায় পৌঁছে দেয়। বড় বিষয় হল, পারথ স্করচার্সের যে ক’জন ব্যাট করতে নেমেছেন, তাঁরা প্রত্যেকেই অন্তত দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। তার মধ্যে অ্যাশটনের ৩২ বলে ৫৩ রান সর্বোচ্চ। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার এবং তিনটি ছয়।
পারথের অধিনায়ককে ভরসা দেন জোশ ইংলিশ। তিনি ২২ বলে ২৬ রান করেন। এ ছাড়া স্টিফেন এসকিনাজি ১৯ বলে ২১ এবং কুপার কনোলি ১১ বলে ২৫ রান করেন। এ ছাড়া নিক হবসনের ৭ বলে ১৮ রানও পারথকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৭৮ রান করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে পারথ। ৫ উইকেটে ম্যাচ জিতে পঞ্চম বার শিরোপা জেতে পারথ স্করচার্স।
For all the latest Sports News Click Here