অ্যান্সেলোত্তিকে পেতে মরিয়া ব্রাজিল, ১ বছরের জন্য কোচ নিয়োগ করল সাম্বারা
গত বিশ্বকাপে হতশাজনক পারফরম্যান্সে ছিটকে গিয়েছে তারা। তারপর থেকেই শক্তিশালী দল গঠনের জন্য বদ্ধপরিক হয়ে ওঠে ব্রাজিলের ফুটবল বোর্ড। তার ফলস্বরূপ জাতীয় দলের নতুন কোচ নিয়োগ করা হয়েছে। ফার্নান্দো দিনিজকে ১২ মাসের চুক্তিতে ব্রাজিলের জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে।
ব্রাজিলিয়ন সকার কনফেডারেশনের নির্বাহীরা ইঙ্গিত দিয়েছেন যে একটি মরশুম অপেক্ষা করে তারপরে ২০২৬ বিশ্বকাপে দলকে কোচিং করানোর জন্য ৬৪ বছর বয়সী ইতালীয় কোচ আনসেলোত্তিকেই নিয়ে আসা হবে। ৪৯ বছর বয়সী দিনিজ রিও ডি জেনেইরো ক্লাবে তাঁর চাকরি বজায় রাখবেন। শুধুমাত্র দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের কোচ হিসাবে যোগ দিচ্ছেন তিনি।
কাতারে ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর তিতের জায়গায় ব্রাজিল এখনও দীর্ঘমেয়াদী কোচ নিয়োগ করতে পারেনি। দিনিজ বিগত বছরগুলিতে নিজের কোচিং দক্ষতায় মাধ্যমে নেইমার এবং সিলভাসহ ব্রাজিলের তারকাদের দ্বারা প্রশংসিত হয়েছেন। বুধবার রিও ডি জেনেইরোতে ব্রাজিলিয়ন সকার কনফেডারেশনের সদর দফতরে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
ব্রাজিলের জ্যাকেট পরা দিনিজের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দিনিজকে বলতে শোনা গিয়েছে, ‘এই দ্বায়িত্ব নেওয়া যে কোচে কাছে স্বপ্ন। এটা একটা সম্মান এবং জাতীয় দলের হয়ে কাজ করা একটি বিশাল গর্বের। এটি ব্রাজিলিয়ন সকার কনফেডারেশন এবং ফ্লুমিনেন্সের একটি যৌথ অপারেশন। আমার দৃঢ় বিশ্বাস আছে যে এই দায়িত্ব নিয়ে সেটাকে কার্যকর করার জন্য সব দক্ষতা আমার কাছে রয়েছে।’ ব্রাজিলিয়ন সকার কনফেডারেশনের চেয়ারম্যান এডনাল্ডো রড্রিগেজ টিভি গ্লোবোকে বলেছেন যে, ফুটবলারদের মধ্যে দিনিজ খুব জনপ্রিয়। আনসেলোত্তি যোগদান না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন। রিয়াল মাদ্রিদ কোচ এখন পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তি শেষ করেনি।
তিনি বলেন, ‘দিনিজের গেম প্ল্যান প্রায় অ্যান্সেলোত্তির মতো। আমরা ওকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ বলছি না। ও দ্বায়িত্ব নিয়ে অ্যান্সেলোত্তির হয়েই ব্রাজিলের খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। দিনিজ নভেম্বরে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিপক্ষে হোম ম্যাচ সহ বিশ্বকাপের বাছাইপর্বের মূল ম্যাচের জন্য ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ ৭ সেপ্টেম্বর। খেলা হবে ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে।
For all the latest Sports News Click Here