অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিয়ার তিক্ত অভিজ্ঞতার সঙ্গে মেলাতে পারেননি সানি
বলিউডে পা রাখার আগে আমেরিকার পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন সানি লিওন। সেখানেও তাঁর একটি দুর্দান্ত কেরিয়ার, নাম ডাক, খ্যাতি সবই ছিল। একটা সময় সেসব কিছু ছেড়ে চলে আসেন বলিউডে। কিন্তু কেন? সেখানকার কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তাঁর? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর অভিজ্ঞতার কথা জানান, বলেন তিনি কীভাবে সন্তর্পনে সমস্ত প্রজেক্ট বাছতেন এবং নিজের কেরিয়ারকে নিজেরই কন্ট্রোলে রেখেছিলেন।
জনপ্রিয় পর্ন তারকা মিয়া খালিফা ২০১৫ সালে পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। কিন্তু তিনি জানিয়েছিলেন সেই ইন্ডাস্ট্রি ছাড়ার আগে মাত্র তিন মাস তিনি সেই ইন্ডাস্ট্রিতে ছিলেন। তিনি তাঁর প্রজেক্ট থেকে মাত্র ৮.৭৫ কোটি আয় করলেও তাঁর প্রযোজকরা তারপরেও তাঁর করা সমস্ত ভিডিয়ো থেকে কয়েক লক্ষ আয় করেছেন। মিয়ার মতো সানিরও কি এমন কোনও খারাপ অভিজ্ঞতা আছে?
সম্প্রতি মিডডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, না তাঁর এরম কোনও খারাপ অভিজ্ঞতা নেই। তিনি যতদিন পর্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন তিনি ততদিন সেখানকার সেরা মানুষ এবং টিমের সঙ্গে কাজ করেছেন বলেও দাবি করেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায় তিনি প্রতিটা কনট্র্যাক্ট অত্যন্ত ভালো করে পড়তেন, কোথাও ভুল থাকলে ঠিক করাতেন। সানির কথায় তাঁর কেরিয়ার তাঁর হাতেই ছিল। তিনিই নিয়ন্ত্রণ করতেন।
সানির কথায়, ‘সবার অভিজ্ঞতাই আলাদা হয়। আমারটা একদমই আলাদা।’ তিনি মিয়া খালিফার এই অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘উনি যদি সঠিক ভাবে ওঁর চুক্তিপত্র পড়তেন তাহলে এভাবে তাঁকে কেউই ঠকাতে পারতো না। তাই সই করার আগে চুক্তি পড়া উচিত ভালো করে।’
২০১২ সালে ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন সানি। সম্প্রতি তাঁকে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে দেখা গিয়েছে। সকলেই তাঁর অভিনয়ের ভীষণ প্রশংসা করেছে।
For all the latest entertainment News Click Here