অ্যাকশন দিয়ে হলিউডে হাতেখড়ি আলিয়ার, ‘হার্ট অব স্টোন’-এর ট্রেলারে চমক নায়িকার
বলিউডে নিজের ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ের লক্ষ্যে আলিয়া। প্রিয়াঙ্কাদের মতো তিনিও এবার পা রাখতে চলেছেন হলিউডে। আসছে তাঁর প্রথম ছবি, ‘হার্ট অব স্টোন’। আর সেই ছবির প্রথম ট্রেলার মুক্তি পেল সদ্যই। আর সেই ট্রেলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁর প্রশংসায় ভেসে গিয়েছেন তাঁর ভক্তরা।
রবিবার প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। এই ছবিতে গ্যাল গ্যাডটকে একজন এজেন্টের ভূমিকায় দেখা যাবে। তাঁর চরিত্রের নাম রাসেল স্টোন। তিনি একটি বিশ্ব শান্তি বজায় রাখে এমন সংস্থার এজেন্ট। বর্তমানে তিনি একটি অত্যন্ত জরুরি এবং একই সঙ্গে ভয়াবহ জিনিস দ্য হার্টের দায়িত্বে আছেন। এই প্রজেক্টের ইনচার্জ তিনি।
অন্যদিকে এই ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। বলিউডের মিষ্টি, রোম্যান্টিক এবং একই সঙ্গে দাপুটে অভিনেত্রী এখানে এই প্রথমবার নেতিবাচক চরিত্রে ধরা দেবেন। হ্যাঁ, তিনি এই ছবির খলনায়িকা। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন। আর তাঁর জন্যই শুরু হবে যে সমস্ত গন্ডগোল সেটা ট্রেলার দেখে স্পষ্ট।
এখানে কেয়া ওরফে আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম তিনি কোনও ভরপুর অ্যাকশন ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন।
৪৩ সেকেন্ডের এই ট্রেলারে রয়েছে টানটান অ্যাকশন। এই ট্রেলার অনেক সময়ই যেন দর্শককে ‘মিশন ইম্পসিবল’-এর কথা মনে করাবে। এই ট্রেলার দর্শকদের থেকে প্রভূত প্রশংসা পেয়েছে। প্রশংসিত হয়েছে ভারত কন্যার অভিনয়। যদিও ট্রেলারে তাঁকে খুব বেশি যে দেখা গিয়েছে এমনটা নয়। তাই অনেকের মনেই প্রশ্ন জাগছে তাঁর চরিত্র এই ছবিতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ।
এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য আপাতত ব্রাজিলে আছেন আলিয়া। তাঁর সঙ্গে দেখানে গ্যাল গ্যাডট এবং জেমি ডরনান রয়েছেন নেটফ্লিক্সের ফেস্টিভ্যালের জন্য। তাঁরা একত্রে রেড কার্পেটে ধরা দিয়েছেন। এবং সেখানেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
আলিয়া নিজেও এই ছবির ট্রেলার তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং জানিয়েছেন আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি।
For all the latest entertainment News Click Here