অ্যাওয়ার্ড শো চলাকালীন হৃদরোগে আক্রান্ত, প্রয়াত মির্জাপুর খ্যাত শাহনওয়াজ প্রধান
প্রয়াত মির্জাপুর খ্যাত অভিনেতা শাহনওয়াজ প্রধান। বয়স হয়েছিল ৫৬ বছর। ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মুম্বইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন তিনি অচমকা অসুস্থ হয়ে পড়েন এবং চলে যান। ফ্যান্টম, রইস, মির্জাপুর, টোটা ওয়েডস ময়না এবং আরও অনেক ছবিতে অভিনয় করেছেন।
অনুষ্ঠান চলাকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শাহনওয়াজ প্রধান। এরপর অজ্ঞান হয়ে পড়ে যান। অভিনেতাকে তড়িঘড়ি কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন: স্মৃতি ইরানির সৎ মেয়ের বিয়ের রিসেপশনে হাজির শাহরুখ, মৌনিরা, দেখুন অন্দরের ছবি
কাকতালীয়ভাবে এদিন হাসপাতালে সেই সময় উপস্থিত ছিলেন টেলি অভিনেত্রী সুরভী তিওয়ারি। তাঁর ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। এ সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, শাহনওয়াজকে স্টেচারে করে একটি ঘরের দিকে নিয়ে যেতে দেখেছিলেন তিনি। তাঁর ভাইকেও একই কক্ষে রাখা হয়েছিল। অভিনেত্রী বলেছেন, ‘চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও পালস খুঁজে পাচ্ছিলেন না। তাঁর হার্টে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না’। মাস দু’য়েক আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল বলে খবর।
টেলিভিশন জগতে পরিচিত মুখ শাহনওয়াজ প্রধান। মির্জাপুর সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। একাধিক ওয়েব সিরিজ এবং ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
মির্জাপুরে শাহনওয়াজের সঙ্গে কাজ করেছেন রাজেশ তাইলাং, সহকর্মীর প্রয়াণে নেটমাধ্যমের পাতায় একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। রাজেশ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শাহনওয়াজ ভাই শেষ শ্রদ্ধা!!! অসাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব, দুর্দান্ত অভিনেতা আপনি। মির্জাপুরের সময় খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা। বিশ্বাস করতে পারছি না’।
‘লগন’ অভিনেতা যশপাল শর্মা, যিনি একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘আজ মুম্বইয়ের এই প্রোগ্রামে অংশ নিয়েছিলাম। সবকিছুই দারুণ চলছিল। বহু গুণীজন উপস্থিত ছিলেন। কিন্তু, পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরেই আমাদের প্রিয় অভিনেতা আমাদের ছেড়ে চলে যায়’।
আরও লেখেন, ‘এটাই আমাদের জীবনের অপ্রিয় সত্য। একজন মানুষ কীভাবে বাঁচে আর জীবন কী ফিরিয়ে দেয়। অনেক শিল্পী এক জায়গায় জড়ো হল আর একজনের এভাবে জীবন চলে গেল চোখের সামনে। এ দুঃখ সারাজীবন থাকবে’। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।
For all the latest entertainment News Click Here