অ্যাওয়ার্ড শোয়ে হেমার হাত ধরে মঞ্চে হাঁটলেন রণবীর সিং, ফাটিয়ে নাচলেন গোবিন্দা
রণবীর সিং, জাহ্নবী কাপুর, সানি লিওন এবং শেহনাজ গিল-এর মতো সেলিব্রিটিরা শনিবার দুবাইয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বলিউডের একাধিক নামী-দামী ব্যক্তিত্ব আমন্ত্রিত ছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
ভূমি পেদনেকার, গোবিন্দা, মৌনি রায়, মানুষী ছিল্লার, উর্বশী রাউতেলা এবং তামান্না ভাটিয়াকেও অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে। হাজির ছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভারস নাইট ২০২২(FFME 2022)-এ বলিউডের তারকা ব্যক্তিত্বরা ফ্যাশনেবল পোশাকে লালা গালিচায় ধরা দিয়েছেন। কেউ কেউ মঞ্চেও পারফর্ম করেছেন।
আরও পড়ুন: টানা ২১ বছর চলেছে তাবাসুমের টক-শো, দুরদর্শনের বাইরে ভিড় করতেন বলি তারকারা
এ দিন অভিনেত্রী হেমা মালিনীর হাত ধরে স্টেজে হেঁটেছেন রণবীর। এফএফএমই ২০২২-এ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন হেমা মালিনী। এই সম্মান হাতে নিয়ে অভিনেত্রী বলেছেন, ‘এটাই প্রমাণ আমি হয়তো ইন্ডাস্ট্রিতে কিছু ভালো কাজ করেছি। গর্বের মুহূর্ত এবং যদিও আমি এর আগে বহুবার লাইফটাইম অ্যাচিভমেন্ট (পুরস্কার) পেয়েছি, তবে এটি একটি বিশেষ পুরস্কার।’
সুপারস্টার অফ দ্য ডিকেড অ্যাওয়ার্ড-এ এদিন পুরস্কৃত হয়েছেন রণবীর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর উত্থানের কথা বলতে গিয়ে চোখ ছল ছল হয়ে ওঠে অভিনেতার। পুরস্কার হাতে অভিনেতা বলেছেন, ‘প্রতিজ্ঞা করছি নিজের শেষ জীবন পর্যন্ত বিনোদন জুগিয়ে যাবো। আপনার সামনে দাঁড়িয়ে থাকা একটি অলৌকিক ঘটনা আমি।’
পুরস্কারটি যশ রাজ ফিল্মসের আদিত্য চোপড়াকে তাঁর উপর বিশ্বাস রাখার জন্য উত্সর্গ করেছেন। অভিনেতার কথায়, ‘তিনি আমাকে একটি সুযোগ দিয়েছিলেন, যখন কেউ সুযোগ দেয়নি। বলেছিল, ‘আমি আমার পরবর্তী শাহরুখ খানকে খুঁজে পেয়েছি।’
জাহ্নবী কাপুর মেটাল রঙের পোশাকে এ দিন শোতে হাজির হয়েছেন। তিনি মঞ্চে পারফর্মও করেছিলেন। নাচের পারফরম্যান্সের জন্য একটি সবুজ পোশাক পরেছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সানি লিওন একটি রূপোলি রঙের পোশাকে কিছু হিট গানের সঙ্গে পারফর্ম করেছেন। তিনি নীল রঙের গাউন পরে অ্যাওয়ার্ডে শোয়ে এসেছিলেন। পাকিস্তানি অভিনেতা সজল আলি, হুমায়ুন সইয়দ এবং ফাহাদ মুস্তাফাও অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করেছেন।
For all the latest entertainment News Click Here