অ্যাওয়ার্ড শোতে মুখোমুখি জয়া-রেখা, বিভেদ ভুলে একে অন্যকে জড়িয়ে ধরলেন
একটি অ্যাওয়ার্ড শোতে মুখোমুখি জয়া বচ্চন এবং রেখা। সকলকে চমকে তাঁদের এদিন একদম অন্য রূপে দেখা গেল। অনুষ্ঠানে দেখা হতেই তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরেন, উষ্ণ অভ্যর্থনা জানান। শুধু তাই নয়, বেশ কিছুক্ষণ কথাও বলেন একে অন্যের সঙ্গে। তাঁদের এই রিউনিয়নে মুহূর্ত ক্যামেরা বন্দি করে ফেলেন এক ব্যক্তি। আর বলাই বাহুল্য সেটা পোস্ট করতেই নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই ভিডিয়োতে দেখা যায় রেখা একটি সোনালি রঙের শাড়ি পরে জয়ার দিকে হেঁটে আসছেন। এরপর তাঁরা একে অন্যের সঙ্গে কিছুক্ষণ কথা বলে একে অন্যকে জড়িয়ে ধরেন। শুধুই কি তাই? এরপর এদিনের অ্যাওয়ার্ড শো তাঁরা একে অন্যের পাশাপাশি বসেই দেখেন। তাঁদের মাঝে মধ্যে আলাপচারিতা করতেও দেখা যায়। জয়ার পরনে ছিল গোলাপি শাড়ি।
কানাঘুষোয় একটা সময় শোনা যেত যে রেখা এবং অমিতাভ নাকি একটি সম্পর্কে রয়েছেন। যদিও কখনই তাঁরা প্রকাশ্যে সেই কথা স্বীকার করেননি। মুখে একেবারে কুলুপ এঁটে রেখেছিলেন। প্রসঙ্গত জয়া বচ্চন, অমিতাভ বচ্চন এবং রেখাকে একত্রে ‘সিলসিলা’ ছবিতে দেখা গিয়েছিল। যশ চোপড়ার সেই ছবিতেই এই তিন অভিনেতাকে একত্রে ফ্রেম শেয়ার করতে দেখা যায়। অনেকেই মনে করেন এই ছবির কাহিনি নাকি শাহেনশার জীবনীর উপর নির্ভর করেই বানানো হয়েছে। বক্স অফিসে ছবিটা ব্যাপক সাড়া পেলেও এরপর এর কখনই রেখা এবং অমিতাভকে আর একত্রে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি।
জয়া বচ্চনকে আগামীতে করণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে। গল্পে ফুটে উঠবে বাঙালি মেয়ে এবং পঞ্জাবি ছেলের প্রেম কাহিনির গল্প। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এটি আগামী ২৮ জুলাই বড়পর্দায় আসছে। এখানে জয়া ছাড়াও শাবানা আজমি, ধর্মেন্দ্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীকে দেখা যাবে। মুখ্য ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট এবং রণবীর সিং।
For all the latest entertainment News Click Here