অহেতুক পরীক্ষা ও ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে দেখার মাশুল, ফের ধস ভারতের টপ অর্ডারে
প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান তাড়া করতে নেমে ভারত জয় তুলে নিলেও ৫টি উইকেট খোয়াতে হয় তাদের। ম্যাচের শেষে ক্যাপ্টেন রোহিত শর্মা স্বীকারও করে নেন যে, তিনি ভাবেননি এত কম রান তাড়া করতে নেমে ৫টি উইকেট খোয়াতে হবে তাঁদের।
প্রথম ম্যাচে অল্প রানে ভারতের ৫টি উইকেট হারানোর মূল কারণ ছিল ব্যাটিং অর্ডার নিয়ে অযৌক্তিক পরীক্ষা-নিরীক্ষা। ছোট টার্গেট বলে ওপেন করতে নামেননি রোহিত। গিলের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ইশান কিষান। ইশান হাফ-সেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখেন। তবে বড় রান করতে পারেননি গিল।
তিন নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার সেট হয়েও আউট হন। হার্দিক পান্ডিয়া চারে, রবীন্দ্র জাদেজা পাঁচে ও শার্দুল ঠাকুর ছয় নম্বরে ব্যাট করতে নামেন। পরিস্থিতি বেগতিক দেখে সাত নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। জাদেজাকে সঙ্গে নিয়ে তিনি ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। প্রথম ম্যাচে বিরাট কোহলি ব্যাট করতেই নামেননি।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
প্রথম ম্যাচে জয় আসে বলেই ভারত সম্ভবত ভুল থেকে শিক্ষা নেয়নি। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে খাটো করে দেখার প্রাথমিক মাশুল দিতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথমত, দ্বিতীয় ম্যাচে রোহিত-কোহলি মাঠেই নামেননি। সুযোগ দেওয়া হয় সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলকে। দ্বিতীয়ত, এই ম্যাচেও ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় ম্যাচেও ওপেন করতে নামেন গিল-ইশান। ওপেনিং জুটিতে ভারত ৯০ রান তুলে ফেলে। ইশান কিষান ফের হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। গিল সেট হয়ে উইকেট দেন। তবে ওপেনিং জুটি ভাঙার পরে ভারতের টপ অর্ডারে ধস নামে। মাত্র ১১৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। অর্থাৎ, ২৩ রানের মধ্যে ভারত ৫টি উইকেট খোয়ায়।
আরও পড়ুন:- মায়ামির মেসি যখন মার্ভেলের থর, লিওর নতুন সেলিব্রেশনের রহস্য ফাঁস করলেন স্ত্রী অ্যান্তোনেলা
শিভমন গিল ৪৯ বলে ৩৪ রান করে আউট হন। মারেন ৫টি চার। ইশান কিষান ৫৫ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। তিন নম্বের ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন ১৯ বলে ৯ রান করে আউট হন। চার নম্বরে ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। তিনি ৮ বলে ১ রান করে উইকেট দেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন হার্দিক। তিনি ১৪ বলে ৭ রান করে মাঠ ছাড়েন।
এমন ব্যাটিং ব্যর্থতায় প্রশ্ন উঠতে বাধ্য যে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের রোহিত-কোহলিকে বিশ্রাম দেওয়া কতটা যুক্তিযুক্ত হয়েছে।
For all the latest Sports News Click Here