‘অহংকারী কাপুর!’, সোনমকে পায়ের চটিও এগিয়ে দিচ্ছে লোক, নেটিজেনদের রোষে অনিল-কন্যা
শনিবার সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুরের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যোগা ক্লাস থেকে বের হচ্ছেন অনিল-কন্যা। অল ব্ল্যাক আউটফিট, খোলা চুলে বরাবরের মতোই ফ্যাশনিস্তা তিনি। তবে বিপত্তি বাধল যখন দেখা গেল সঙ্গে থাকা একটি ব্যক্তি স্লিপার নিয়ে রাখল সোনমের পায়ের কাছে। আর তাতে পা গলালেন অভিনেত্রী। সোনমের এহেন কীর্তিকে ক্ষমাহীন চোখেই দেখল সোশ্যাল মিডিয়া।
এক ব্যক্তি কমেন্ট সেকশনে লিখেছেন, ‘আজকালকার জেনারেশনের কাছে এত টাকা হয়ে গেছে যে কাকে কী কাজে লাগাবে বুঝতে পারে না। সামান্য জুতোটাও এদের সামনে এনে রাখতে হয়।’ অপরজন লিখলেন, ‘জঘন্য! গাড়ির দরজা খোলানো, মাথায় ছাতা ধরানো অবধি ঠিক ছিল। এটা বাড়াবাড়ি হয়ে গেল।’ তৃতীয় জনের মত, ‘কাপুর পরিবারের ঔদ্ধত্য বরাবরই বেশি। আজকের জেনারেশনও তা পদে পদে প্রমাণ করছে।’
অগস্ট মাসে সোনম কাপুর অবং আনন্দ আহুজার পুত্র সন্তানের জন্ম হয়। ছেলের নাম রেখেছেন বায়ু। ডেলিভারির মাসখানেক আগে লন্ডনের নটিং হিল থেকে মুম্বইতে এসেছিলেন অভিনেত্রী। আপাতত মুম্বইতে রয়েছেন। প্রসবকালীন ওজন কমানোর জন্য়ও চলছে কঠোর পরিশ্রম। এদিনও যোগা ক্লাস থেকে বের হওয়ার সময়তেই ভিডিয়োখানা ভাইরাল হয়। আরও পড়ুন: ঘোড়ার পিঠে অজ্ঞান, পরে গিয়ে মারাত্মক চোট পেলেন রণদীপ হুডা! ভর্তি হাসপাতালে
প্রসঙ্গত, মা হওয়ার পর বায়ুকে মিডিয়া থেকে দূরেই রেখেছেন। সম্প্রতি ছেলেকে নিয়ে এয়ারপোর্টে যাওয়ার সময় মিডিয়ার কাছে রেখেছিলেন ছেলের ছবি না তোলার আবদার। বিমানবন্দরে উপস্থিত ফোটোগ্রাফারদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আমার ছেলে আসছে। ওর ফোটো নেবেন না, হ্যাঁ।’ এরপর যখন পাপারাৎজিরা আস্বস্ত করেন তাঁরা খুদেকে ক্যামেরাবন্দি করবেন না, তখন সোনম বুকের উপরে হাত রেখে বলেন ‘ধন্যবাদ।’ আরও পড়ুন: ‘পরিবার মানছে না!’, বিয়ে করেও রাখিকে অস্বীকার করার কারণ জানালেন আদিল খান
২০০৭ সালে সাওয়ারিয়া দিয়ে বলিউডে পা রাখেন সোনম। রঞ্ঝনা, ভাগ মিলখা ভাগ, নীরজা, বীরে দি ওয়াডিং, আই হেট লাভ স্টোরি-র মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছে। শেষ কাজ করেছেন ২০১৯ সালে জোয়া ফ্যাকটরে। এরপর তাঁকে দেখা যাওয়ার কথা আছে ব্লাইন্ড ছবিতে। সেখানে স্ক্রিন শেয়ার করবেন পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবেদের সঙ্গে। তবে এখনও এই সিনেমার কাজ শুরু হয়নি।
সোনম আসলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন সন্তান জন্মের পর কাজের পরিমাণ আগের থেকে কমাবেন। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘মা হওয়াটা খুব স্বার্থপর সিদ্ধান্ত। আমি চেষ্টা করব সাফল্যের সঙ্গে মায়ের ভূমিকা পালন করতে। যার অর্থ হল এবার থেকে নিঃসন্দেহে অভিনয় কেরিয়ারের গুরুত্ব আমার কাছে কমে যাবে। তবে মনে হয় না আমি কাজ পুরোপুরি ছেড়ে দেব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here