‘অস্ত্রোপচার করাতে গিয়েই যত্ত গণ্ডোগোল, আমার নাকই বেঁকে যায়’, অকপট প্রিয়াঙ্কা
সার্জারি কিংবা বোটক্স করানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছেন, এমন তারকা কমই আছেন। তবে প্রিয়াঙ্কা চোপড়া অন্যান্য অনেক তারকার থেকেই বেশ সাহসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সার্জারি করানোর কথা কোনও রাখঢাক না করেই বলেছেন ‘দেশি গার্ল’।
সম্প্রতি সিরিয়াসএক্সএম নামে হলিউডের একটি টক শোয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই কথায় কথায় নিজের কেরিয়ারের খারাপ সময়ের কথা বলেন অভিনেত্রী। জানান, নাকের অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। তবে সুন্দর হতে নয়, নাকের মধ্যে থাকা পলিপ সরাতে এই অস্ত্রোপচার করাতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। যে অস্ত্রোপচারের পর ভয়ানক অবস্থা হয় তাঁর মুখের। নাকের ব্রিজটাই নাকি উড়িয়ে দিয়েছিলেন চিকিৎসক। আর তাতে তাঁর নাকই নাকি বেঁকে যায়। অস্ত্রোপচারের পর নিজের নাক দেখে আঁতকে উঠেছিলেন অভিনেত্রী। পুরো মুখটাই নাকি বদলে গিয়েছিল তাঁর। তাতে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন পিগি চপস। সেসময় তাঁর হাত থেকে তিনটি ছবিও চলে গিয়েছিল।
আরও পড়ুন-নেমন্তন্ন করে কঙ্গনাকে অপমান করেন করণ, উচ্চরণ নিয়েও দেন খোঁচা, দেখুন কী ঘটেছিল…
![<p>প্রিয়াঙ্কা চোপড়া</p> <p>প্রিয়াঙ্কা চোপড়া</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/05/03/600x338/article-2023512218041165051000_1683132063158_1683132095809.png)
প্রিয়াঙ্কা চোপড়া
তবে প্রিয়াঙ্কা জানান, অনেকগুলো কাজ খোয়াতে হলেও বলিউডের পরিচালক অনিল শর্মা তাঁর ছবিতে প্রিয়াঙ্কা ছোট্ট একটি চরিত্র দেন। আর সেটা নাকের অস্ত্রোপচারের পরেও। যদিও প্রথমে সেখানে কেন্দ্রীয় চরিত্রেই অভিনয়ের কথা ছিল প্রিয়াঙ্কার।
প্রিয়াঙ্কা জানান, ঠিকঠাক চেহারা ফিরে পেতে পরে ফের নাকের অস্ত্রোপচার করেন তিনি। আর তার জন্য বাবা অশোক চোপড়াকে অনেক কষ্টে রাজি করিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত অপারেশন থিয়েটারে বাবার উপস্থিতিতে প্রিয়াঙ্কার ফের নাকের অস্ত্রোপচার হয়। প্রিয়াঙ্কা কথায়, ‘আমি এতটাই আতঙ্কিত ছিলাম, যে বাবাকে অপারেশন থিয়েটারে থাকতে বলেছিলাম। তাতেই অনেকটা সাহস পাই।’
প্রসঙ্গত, সুন্দর হতে তারকাদের সার্জারির ঘটনা নতুন নয়। তবে সেটায় কোনও গণ্ডগোল হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। যদিও প্রিয়াঙ্কা এক্ষেত্রে শারীরিক প্রয়োজনেই অস্ত্রোপচার করিয়েছিলেন।
For all the latest entertainment News Click Here