অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন সুনীল গ্রোভার, পাপারাৎজির দিকে ছুঁড়লেন ভালোবাসা
হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। গত ২৭ জানুয়ারি সেখানেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। বৃহস্পতিবার মুম্বাইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউট থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন এই ছোটপর্দার কমেডিয়ান।
হাসপাতাল থেকে বেরোনোর সময় পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন তিনি। কালো সাদা-টি শার্টের সঙ্গে কালো ট্র্যাক প্যান্ট পরে এদিন হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় অভিনেতাকে। এ দিন হাসপাতাল থেকে বেরিয়ে পাপারাৎজির উদ্দেশে প্রথম থাম্বস আপ সাইন এরপর হাতে হৃদয়ের সাইন দেখান সুনীল। গাড়িতে ওঠার আগে হাত জোড় করে নমস্কার করেন অভিবাদন জানান।
সংবাদমাধ্যমকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, গত ৮ জানুয়ারি বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল। সেই সময়ে তাঁকে পরীক্ষা করে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তা গুরুতর কিছু নয়। একইসঙ্গে করোনাও ধরা পড়েছিল তাঁর। এর সপ্তাহ খানেক পরে অ্যাঞ্জিওগ্রাফি থেকে ধরা পড়ে অভিনেতার হৃৎপিণ্ডের তিনটি আর্টারিতে ব্লকেজ রয়েছে। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, চারটি বাইপাস হয়েছে।
আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বছর ৪৪-এর এই কমেডিয়ান। এ প্রসঙ্গে এএনআই-কে সুনীলের চিকিৎসক ডা.পাণ্ডা জানিয়েছেন, এখন পুরোপুরি সুস্থ রয়েছেন সুনীল। নিয়মিত ওষুধপত্র, সুষম আহার, শরীরচর্চা ও যোগ ব্যায়াম করলে একেবারে সুস্থ জীবনযাপন করতে পারবেন ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ খ্যাত এই বলি-অভিনেতা। তাঁর দ্রুত আরোগ্য় কামনা করেছেন অনুরাগীরা।
গ্রোভার কপিল শর্মার সঙ্গে ‘কমেডি নাইটস উইদ কপিল’ এবং টদ্য কপিল শর্মা শো’তে তার উপস্থিতির জন্য সর্বাধিক পরিচিত। গত বছর, অ্যামাজন প্রাইম ভিডিয়ো সিরিজ ‘তাণ্ডব’ এবং ZEE5 কমেডি সিরিজ ‘সানফ্লাওয়ার’-এ অভিনয় করেছিলেন।
For all the latest entertainment News Click Here