অস্ট্রেলিয়ায় গিয়ে অনেক কিছু শিখতে পারবেন- IPL নয়, BBL-কেই সেরা বলছেন বাবর
আইপিএল এবং বিগ ব্যাশ লিগ নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। সবচেয়ে ধনী টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বদলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগকেই এগিয়ে রেখেছেন বাবর। তিনি নাকি বিবিএল দেখতেই বেশি পছন্দ করেন।
আসলে, বাবর আজমকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি কোন টুর্নামেন্ট বেশি পছন্দ করেন, আইপিএল নাকি বিবিএল? তখন তিনি বিবিএলের নাম বলেন। আইপিএলকে বিশ্বের বড় বড় টুর্নামেন্টের সঙ্গে তুলনা করা হয়। অর্থের দিক থেকে আইপিএল বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ। একই সময়ে সারা বিশ্বের কিংবদন্তি ক্রিকেটাররা এই লিগ খেলেন। যে কারণে এই টুর্নামেন্টের ম্যাচগুলি উত্তেজনায় ভরা থাকে।তবে বিগ ব্যাশ লিগের ক্ষেত্রেও সেরা ম্যাচই হয়ে থাকে। এবং আইপিএল এবং বিগ ব্যাশ লিগ নিয়ে সারাক্ষণই তুলনা চলতে থাকে।
আরও পড়ুন: জল্পনাতেই পড়ল শিলমোহর, পন্তের জায়গায় DC-র নতুন অধিনায়ক ডেভিড ওয়ার্নার
অনেক সময় খেলোয়াড়দের তাদের প্রিয় টি-টোয়েন্টি লিগ সম্পর্কে জানতে চাওয়া হয়। সে রকমই পেশোয়ার জালমি পডকাস্টে বাবর আজমকে বিবিএল এবং আইপিএলের মধ্যে বেছে নিতে বলা হলে তিনি আইপিএলের পরিবর্তে বিবিএলের নাম নেন। বাবর আজম বলেছেন যে তিনি আইপিএলের চেয়ে বিগ ব্যাশ লিগ বেশি পছন্দ করেন।
বাবরের যুক্তি হল, ‘অস্ট্রেলিয়ার পরিস্থিতি ভিন্ন। সেখানকার পিচগুলো সত্যিই দ্রুত এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেখানে আইপিএলে আপনি একই এশিয়ান কন্ডিশন পাবেন।’
প্রসঙ্গত, বাবর এখনও বিগ ব্যাশ লিগে খেলেননি। আর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক জটিলতার কারণে পাকিস্তানের প্লেয়ারদের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয় না। বাবর অবশ্য নিজের দেশে পিএসএলে-এ খেলেন। তবে এই মাসের শুরুর দিকে বাবর আজম ২০২৩ সালের জন্য দ্য হান্ড্রেড ড্রাফটে নাম নিবন্ধন করেছেন।
আরও পড়ুন: বুমরাহ থেকে পন্ত- কারা কারা মিস করতে চলেছেন IPL 2023? দেখে নিন পুরো তালিকা
গত মাসে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া আবার বলেছিলেন, আইপিএলের পরে পাকিস্তান সুপার লিগ বিশ্বের দ্বিতীয় সেরা লিগ। বিগ ব্যাশ লিগ পিছিয়ে যাচ্ছে বলে মনে দাবি করেন প্রাক্তব এই ক্রিকেটার। আকাশ চোপড়া বলেন, ‘আইপিএলের পর দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি লিগ হল পিএসএল। বিবিএল-সিপিএল কিছুটা পিছিয়ে পড়ছে।’
বাবর আজম শুধু পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান নন, তিনি বিশ্বের অন্যতম সেরা। তিন ফরম্যাটেই তাঁর গড় ৪০-এর উপরে এবং পাকিস্তান দলের হয়ে এখনও পর্যন্ত অনেক ম্যাচ জিতেছে। এ ছাড়াও তিনি আইসিসি পুরুষদের বর্ষসেরা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। তবে বাবর আজম তাঁর স্ট্রাইকরেট নিয়ে ব্যাপক ভাবে সমালোচিত হচ্ছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন বাবর।
For all the latest Sports News Click Here