অস্কার পেল না বাঙালি! শৌনক সেনের অল দ্যাট ব্রিদস-এর স্বপ্নভঙ্গ ‘সেরা তথ্যচিত্রে’
ইতিমধ্যেই দুটো অস্কার এসেছে ভারতে। তবে বাঙালি হিসেবে একটু মন খারাপ হতেই পারে। কারণ শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ পেল না অস্কার। সেরা ডকুমেন্টারি বিভাগে অস্কার পেল ‘নাভালনি’। মনোনয়ন পেয়েছিল শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। অস্কারে সেরা তথ্যচিত্রের দৌড়ে স্বপ্নভঙ্গ ভারতের।
সিনে দুনিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠান ‘দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজন করা হয়েছিল ৯৫তম অস্কারের। এখানেই সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল সৌনকের ছবিখানা। তবে হেরে যায় ড্যানিয়েল রোহারের ‘নাভালনি’র কাছে। আরও পড়ুন: RRR-এর নাটু নাটু জিতল অস্কার! পুরস্কার জিতে গান গেয়ে কিরাবানি দিলেন বিজয় ভাষণ
দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদে একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকা দুই ভাইয়ের গল্প উঠে এসেছে ‘অল দ্যাট ব্রিদস’-এ। মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ, অদ্ভূত তাঁদের জীবনের নেশা, জীবন আহত পাখিদের উদ্ধার করতে এবং তাদের সেবা শুশ্রুষা করতে উৎসর্গ করে দিয়েছেন। মূলত চিলদের বাঁচানোই এই দুই ভাইয়ের একমাত্র ধ্যানজ্ঞান। সেইসূত্র ধরেই শৌনকের এই ডকু-ফিচার মোড় নেয় অন্য খাতে। শৌনকের তথ্যচিত্রটি মোট ৯০ মিনিটের। আসলে প্রত্যেকটা জীবনেরই যে সমানমূল্য রয়েছে তাই এই তথ্যচিত্রে তুলে ধরেছেন পরিচালক।
‘ডকুমেন্টারি ফিচার’ বিভাগে অন্যান্য মনোনয়নগুলি ছিল ‘ফার্স্ট অফ লভ’, ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’ ও ‘এ হাউজ মেড অফ স্প্লিন্টার্স’। আরও পড়ুন: ভারতীয় ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স সেরা ডকুমেন্টারি শর্টের জন্য জিতল অস্কার
প্রসঙ্গত, ‘অল দ্যাট ব্রিদস’ একটি সমালোচক-প্রশংসিত চলচ্চিত্র, এর আগে ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে: ২০২২ সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ডকুমেন্টারি এবং ২০২২ কান ফিল্ম ফেস্টিভালে সেরা ডকুমেন্টারির জন্য পেয়েছে গোল্ডেন আই পুরস্কার। ‘বাফটা’র নমিনেশন তালিকাতেও জায়গা করে নিয়েছে শৌনকের এই ডকুমেন্টরি।
প্রসঙ্গত শৌনক দিল্লির বাসিন্দা। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এর আগে তিনি বানিয়েছেন ২০১৫ সালে ‘সিটিজ অব স্লিপ’ নামে একটি তথ্যচিত্র। সেটিও পেয়েছিল বহুল প্রশংসা। আরও পড়ুন: দীপিকার ঘোষণায় মঞ্চে টিম RRR! নাটু নাটু-র পারফরমেন্সে মিলল উঠে দাঁড়িয়ে হাততালি
সত্যজিত রায়ের পর আর কোনও বাঙালি অস্কার পায়নি। আর তাই আশাতে বুদ বেঁধেছিল লাখ লাখ মানুষ। যদিও বিশ্বের সবচেয়ে বড় সিনে দুনিয়ার অ্যাওয়ার্ড শো-তে মনোনয়ন পাওয়ায়ও কোনও কম কথা নয়।
আপাতত সেরা মৌলিক গান বিভাগে জিতে নিয়েছে আরআরআর সিনেমার নাটু নাটু গানটি। অপর দিকে ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ জিতেছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। সঙ্গে এবার অস্কারে উপস্থাপক হিসেবে দেখা গিয়েছে বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনকে। তাই সব মিলিয়ে বলা যায় ভারতের জয়জয়কার বিশ্বমঞ্চে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here