অসুস্থ শাহরুখ খান! ‘পাঠান’ বিতর্কের মাঝেই সামনে এল আপডেট, চিন্তায় ফ্য়ানেরা
‘পাঠান’ নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড়। দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ প্রদর্শন। উঠেছে শাহরুখের কামব্যাক ছবি বয়কটের ডাকও। ‘বেশরম রং’ গান নিয়ে যখন চারিদিকে এতচর্চা, তখনই টুইটারে বইল শাহরুখ ঝড়। শনিবার রাতে ১৫ মিনিটের জন্য টুইটারে #AskSRK সেশনে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিলেন শাহরুখ। সেখানেই ভক্তদের সঙ্গে আড্ডার ফাঁকে বাদশা জানালেন ভাইরাল ইনফেকশনের শিকার তিনি। পাশাপাশি জানান,সংক্রমিত হওয়ার কারণেই আপতত খুব সাধারণ ডায়েটে রয়েছেন তিনি।
এক ভক্ত শাহরুখকে তাঁর ‘ফুড হ্যাবিট’ নিয়ে প্রশ্ন করেন। এর জবাবে অভিনেতা জানান, ‘একটু অসুস্থ, সংক্রমণে ভুগছি। তাই আজকাল শুরু ভাত-ডালই খাচ্ছি’। শাহরুখের এই জবাবে তো চিন্তায় মাথায় হাত ভক্তদের। প্রিয় নায়ক ভালো নেই, এমনটা জেনে বেজায় উদ্বিগ্ন তাঁরা। একজন লেখেন, ‘কত্ত কিছু একসঙ্গে চলছে… শ্যুটিংও করতে হচ্ছে, একাধিক অনুষ্ঠান… আশেপাশে এত্ত কিছু ঘটছে। দয়া করে নিজের খেয়াল রাখুন, ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, বিশ্রাম নিন’।
অসুস্থতা সত্ত্বেও কাজে বিরাম নেই শাহরুখের। গত বৃহস্পতিবারই ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন শাহরুখ, অংশ নেন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। এরপরই ‘ডাঙ্কি’র শ্যুটিং-এ যোগ দেন অভিনেতা। শনিবার টুইটারে ফ্যানেদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ‘পাঠান’ নিয়ে বেশকিছু তথ্য দেন শাহরুখ। অভিনেতা জানান, ছবির পরবর্তী গানটি অরিজিৎ সিং-এর গাওয়া। পাশাপাশি পাঠান বিতর্কের মাঝেই অভিনেতা স্পষ্ট করেন, ‘পাঠান মনেপ্রাণে দেশপ্রেমিক’।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির সঙ্গে দীর্ঘ চার বছর পর রুপোলি পর্দায় ফিরছেন শাহরুখ। এই ছবিতে ফের একবার ‘চেন্নাই এক্সপ্রেস’ কো-স্টার দীপিকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি, ছবিতে রয়েছেন জন আব্রাহামও। আগামী বছর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। ২০২৩ সাল বক্স অফিসে একের পর এক শাহরুখ ধামাকা, ‘পাঠান’-এর পর ২রা জুন মুক্তি পাবে এসআরকের ‘জওয়ান’। এরপর ২০২৩-এর ডিসেম্বরে ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন অভিনেতা।
For all the latest entertainment News Click Here