অসুস্থ ভারতের তরুণ পেসার খলিল আহমেদ, খেলবেন না রঞ্জির অধিকাংশ ম্যাচ
ভারতীয় ক্রিকেট দলের তরুণ ফাস্ট বোলার খলিল আহমেদ বর্তমানে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। নিজের একটি ছবি শেয়ার করে এই তথ্য জানিয়েছেন বাঁহাতি পেস বোলার খলিল আহমেদ নিজেই। ২০১৮ এশিয়া কাপে এই বোলারের ওডিআই অভিষেক হয়েছিল। ভারত ফাইনাল জিতার পরে তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা খলিলকে ট্রফি তোলার সুযোগ দেন। তবে বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। বর্তমানে সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন তিনি।
আরও পড়ুন… ‘অবিশ্বাস্য ভারত’- ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামের রোমাঞ্চ ভুলতে পারছেন না অজি তারকা বেথ মুনি
নিজের সোশ্যাল মিডিয়াতে ভক্তদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। খলিল আহমেদ লিখেছেন,‘আমার প্রিয় বন্ধুরা,ক্রিকেট থেকে দূরে থাকাটা আমার জন্য খুব কঠিন সময়। এটা খুবই দুর্ভাগ্যজনক যে অসুস্থতার (চিকিৎসা অবস্থা) কারণে আমি এই রঞ্জি মরশুমে বেশিরভাগ ম্যাচ খেলতে পারব না। আমি ফেরার পথে আছি এবং ফিটনেস ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে ফিরে আসার চেষ্টা করব।’
এশিয়া কাপেই ওয়ানডে অভিষেক হয়েছিল খলিল আহমেদের। হংকংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন তিনি। এই টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতে ছিল ভারতীয় দল। জয়ের পর দলের তরুণ খেলোয়াড় হওয়ার কারণে খলিল আহমেদের হাতে এশিয়া কাপের ট্রফি তুলে দেওয়ার সুযোগ দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন… মেসির মন্তব্যের ফলেই কি দেশে পাঠান হল বিশ্বকাপের সেই রেফারিকে?
ভারতের হয়ে খেলে এখন পর্যন্ত ১১টি ওয়ানডেতে ১৫ উইকেট নিয়েছেন খলিল আহমেদ। একই সময়ে,১৪টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তার মোট ১৩টিউইকেট রয়েছে। ওয়ানডেতে ১৩ রান দিয়ে ৩ উইকেট সেরা পারফরম্যান্স,টি-টোয়েন্টিতে ২৭ রান দিয়ে ২ উইকেট হল খলিল আহমেদের সেরা পারফরমেন্স। এমন অবস্থায় সকলেই চাইবেন, খলিল আহমেদ আবারও দ্রুততার সঙ্গে মাঠে ফিরে আসুক।
For all the latest Sports News Click Here