অসুস্থ বাপ্পিকে দেখতে চাইলেও পারেননি,আশাকে শুনতে হয়েছিল ‘ওঁর কিছু হলে দোষী হবেন’
মঙ্গলবার রাতেই জীবনকে ‘আলবিদা’ জানিয়েছেন বাপ্পিদা। চিরঘুমের দেশে আচমকাই চলে গেলেন ‘ডিস্কো কিং’। বয়স হয়েছিল ৬৯ বছর। মুম্বইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে বাপ্পি লাহিড়ির অসুস্থতার সময় ভীষণভাবে চেয়েও তাঁকে দেখতে যেতে পারেননি আশা ভোঁসলে। উল্টে শুনতে হয়েছিল বাপ্পির কিছু হলে তাঁর জন্য দায়ী হবেন আশা । সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানালেন আশা নিজেই! পাশাপাশি আরও জানালেন ‘ডিস্কো কিং’-এর এই অকস্মাৎ মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি। প্রথমে তাঁর বিশ্বাসই হয়নি এই খবর।
দৈনিক ভাস্কর-কে দেওয়া ওই সাক্ষাৎকারে আশা জানিয়েছেন যে বাপ্পির শারীরিক অবনতির কথা জানতে পেরেই তিনি তাঁর কাছে যেতে চেয়েছিলেন। তাঁর গাড়ির চালককেও নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু সব শুনে আশাকে নিরস্ত করেন তাঁর গাড়ির চালক-ই। গায়িকার কথায়, ‘আমাকে ও পরামর্শ দিল যে এখনও করোনা আবহ পুরোপুরি কাটেনি। এর মধ্যে যদি বাপ্পির সঙ্গে দেখা করতে যাই এবং এরপর যদি ওঁর কিছু হয়ে যায় তাহলে তো সবাই আমাকেই দোষী বলবে। তা শুনে অনেক ভেবে আর পা বাড়াইনি।’
সামান্য থেমে বাপ্পি লাহিড়ির প্রসঙ্গে বলতে গিয়ে আশা বলেন, ‘দারুণ হাসিখুশি মানুষ ছিল। সবসময় হাসি লেগেই থাকত ওঁর মুখে। প্রথমে দিদি তারপর বাপ্পি। পরপর দুই মহীরুহর পতন হল। সুরের জগতের বিরাট ক্ষতি হয়ে গেল, এটুকু বলতে পারি।’ প্রসঙ্গত, বাপ্পির সুরে প্রায় ৫০০-র বেশি গান গেয়েছেন আশা ভোঁসলে।
For all the latest entertainment News Click Here