অসুস্থ গুড্ডির ‘অনুজ’! উঠে দাঁড়াতে পারছেন না, যন্ত্রণা সয়ে শ্যুটিং সেটে রণজয়
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়ক রণজয় বিষ্ণু। স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকে অনুজ চরিত্রের জেরে হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেতা। অনুজের পরকীয়া দেখে এক কথায় বিরক্ত দর্শক। কিন্তু এতকিছুর মাঝেই রণজয় ভক্তদের চিন্তার শেষ নেই। কারণ ভালো নেই অভিনেতা। গত শনিবার ‘গুড্ডি’ ধারাবাহিকের সেটেই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
গাড়ি থেকে নামতেই পায়ে অসহ্য যন্ত্রণা, দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। হাসপাতালে চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ রয়েছে। জানা গিয়েছে রবিবারই ছুটি পেয়ে যান অভিনেতা তবে চিকিৎসকরা তাঁকে স্পষ্ট জানিয়েছেন পুরোপুরি বিশ্রাম নিতে হবে তাঁকে। যদিও ধারাবাহিকের নায়ক হওয়ার ঝক্কি কম নয়। তিনদিন বেড রেস্টে থাকবার পর বুধবার থেকেই শ্যুটিংয়ে ফিরেছেন রণজয়। এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, ‘কত দিন আমার জন্য প্রোডাকশন বসে থাকবে। আমি বলেছি দাঁড়িয়ে কোনও দৃশ্য করব না। চেষ্টা করব যদি বসে শট দেওয়া যায়।’
কিন্তু কী কারণে আচমকা এমন দশা হল রণজয়ের? অভিনেতার কথায়, ১০ বছর পুরোনো চোট এটি। হরনাথ চক্রবর্তীর ‘রশ্নি’ ধারাবাহিকের শ্যুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তখন কোমরে চোট লাগে তাঁর। স্লিপ ডিস্ক থেকে সেটি চোট বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে। এখন ফিজিওথেরাপি চলছে। তবে সিঁড়ি দিয়ে হাঁটতে অন্যের সাহায্য নিতে হচ্ছে অভিনেতাকে।
রণজয়ের অসুস্থতার কথায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। ফেসবুক, ইনস্টাগ্রামে রণজয়ের আরোগ্য কামনায় একাধিক বার্তা পোস্ট করেছেন তাঁরা। আপতত বসে বসেই শট দেবেন ‘অনুজ’, এমনটাই পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চায় থাকেন রণজয়। দীর্ঘ সময় অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে প্রেম সম্পর্ক ছিল তাঁর। যদিও চলতি বছরেই দুজনের বিচ্ছেদের খবর সামনে আসে। তারপরেও যদিও একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে দুজনকে। রণজয়ের বর্তমান রিলেশনশিপ স্টেটাস স্পষ্ট নয় কারুর কাছেই।
গত সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বন্ধের আর্জি নিয়ে একটি পোস্ট লেখেন নায়ক। রণজয় লেখেন- ‘প্রত্যেকটা অভিনেতার একটা ব্যক্তিগত জীবন থাকে ,একটা কাজের জীবন থাকে। আমি একজন প্রফেশনাল অ্যাক্টর। আমার কাজের জীবন আলাদা আর আমার ব্যক্তিগত জীবন আলাদা। আমার পরিবার ,আমার বন্ধু বান্ধব আর আমার কাজ এই দুটোকে আমি চিরকাল আলাদা রেখেছি। আমি জানি যে কোন অভিনেতার ব্যক্তিগত জীবনও তার গুণগ্রাহীদের কাছে অনেক কাছের হয়। শুধু একটা অনুরোধ করবো যদি আমাকে সত্যিই ভালোবাসেন আপনারা এমন কিছু আমার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা করবেন না যাতে আমি উল্টে দুঃখ পেয়ে যাই বা আমি উল্টে কষ্ট পেয়ে যাই। আশা করি আমি আপনাদের ভালবাসার মর্যাদা রাখতে পেরেছি এবং আমিও চাইবো আপনারাও আমার ব্যক্তিগত জীবনের আমার ইমোশনের মর্যাদা রাখবেন।’
For all the latest entertainment News Click Here