অসুস্থ ইলিয়ানা, চলছে স্যালাইন, হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করলেন নায়িকা
বিগত কয়েক বছর ধরে বড় পর্দায় দেখে মেলেনি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের। একটা সময় দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও চুটিয়ে অভিনয় করেছেন। ‘বরফি’র শ্রুতি হয়ে নজর কেড়েছেন দর্শকের। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী। আচমকাই অসুস্থ ইলিয়ানা, চলছে স্যালাইন, হাসাপাতালে ভর্তি অভিনেত্রী।
‘বরফি’ অভিনেত্রী ইলিয়ানা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর স্বাস্থ্যের আপডেট দিয়েছেন। জানা গিয়েছে, শরীরের জলের পরিমাণ কমে যায় অভিনেত্রীর। যার ফলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রায় তিন বোতল স্যালাইন টেনেছেন। আপাতত একটু সুস্থ আছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। লেখেন, ‘গত কয়েকদিনে যাঁরা আমার খবরাখবর নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি।’
অভিনেত্রীর কথায়, তাঁকে তিন ব্যাগ আরও IV তরল গ্রহণ করতে হবে। এই তরল ডিহাইড্রেশন প্রতিরোধ করতে বিশেষভাবে তৈরি।
রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। ২০১৭ সালে ইলিয়ানা জানিয়েছিলেন, তিনি বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভুগছেন। যে কারণে তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এই রোগ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘বডি ডিসমরফিয়া তে একটাই সমস্যা। আপনি যে আকারেরই হোন না কেন, আপনি সর্বদা নিজের দোষ খুঁজে বেরোবেন’।
উল্লেখ্য, ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে ইলিয়ানার সম্পর্ক নিয়ে প্রায়শই কানাঘুষো শোনা যায়। গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেল পেশায় মডেল। লন্ডনে থাকেন। তাঁকে শেষবার মুম্বই এবং রাজস্থানে দেখা গিয়েছিল গত বছর ক্যাটরিনার বিয়ের সময়। এরপরই গুঞ্জন চাউর হয়েছিল, ইলিয়ানা ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানকে ডেট করছেন।
প্রসঙ্গত, গত বছর টক শো ‘কফি উইথ করণে’ করণ সদ্য ফাঁস করেছেন, ক্যাটরিনার পরিবারের সঙ্গে ইলিয়ানার সম্পর্ক রয়েছে। করণ বলেছেন, ‘মালদ্বীপ ভ্রমণের কিছু ছবি ছিল এবং আমি মনে মনে ভাবছিলাম- এই দুজনকে প্রথমবার একসঙ্গে দেখছি এবং তারপরই আমি বুঝতে পারলাম সবকিছু খুব দ্রুত এগিয়েছে।’ করণের মুখে এ কথা শুনে হাসতে শুরু করেন ক্যাটরিনা, বলেন তিনিও করণের চারপাশের অনেক কিছু লক্ষ্য করেন।
For all the latest entertainment News Click Here