অসুস্থ অম্বরীশ! ‘গুড্ডি’র শ্যুটিং থেকে গায়েব অভিনেতা, কী হয়েছে ‘পটকা’র?
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ অম্বরীশ ভট্টাচার্য। আজকাল তো লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক তাঁকে ছাড়া ভাবাই যায় না! সূক্ষ্ম অভিনেতাদের তালিকায় তাঁর নাম। খড়কুটোর পটকাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘গুড্ডি’ সিরিয়ালে। তবে এই মুহূর্তে শ্য়ুটিং করতে পারছেন না অভিনেতা, অসুস্থ তিনি। এর জেরে বাতিল হয়েছে অভিনেতার একটি স্টেজ শো। আপতত বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। কী হয়েছে সবার প্রিয় পটকার? খোঁজ নিয়ে জানা গেল ধুম জ্বর অম্বরীশের। শরীরে অসহ্য যন্ত্রণা, জ্বরের তীব্রতা শরীরকে দুর্বল করেছে। এর জেরেই আপতত শ্যুটিং করতে পারছেন না তিনি। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে অভিনেতা।
স্বভাবতই অম্বরীশের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে। টেলিভিশন হোক বা বড় পর্দা, সবেতেই সমানতালে কাজ করে চলেছেন অম্বরীশ। স্টার জলসার গুড্ডি সিরিয়ালে অনুজের ছোটকাকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। কাজ বাছাইয়ের ক্ষেত্রে বরাবরই ‘চুজি’ অভিনেতা। শুরুতেই নানা কারণে ট্রোলের মুখে পড়তে হয়েছে অনুজ-গুড্ডিদের। তবে সিরিয়ালের অন্যতম পছন্দের চরিত্র দোদুল (অম্বরীশ)। বড় পর্দায় অম্বরীশকে সম্প্রতি দেখা গিয়েছে দেবের ব্লকবাস্টার ছবি ‘প্রজাপতি’ এবং প্রসেনজিতের ‘কাবেবী অন্তর্ধান রহস্য’-এ।
‘রাজা-গজা’র গজা হয়ে প্রথম ধারাবাহিকেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অম্বরীশ ভট্টাচার্য। এরপর নিজের কৃতিত্বে ইন্ডাস্ট্রিতে জায়গা ধরে রেখেছেন। মুম্বইয়ের একাধিক কমার্শিয়ালে অমিতাভ বচ্চনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করে নিয়েছেন পটকা। দ্রুত সুস্থ হয়ে শ্যুটিং-এ যোগ দিক তিনি এমনটাই প্রার্থনা ভক্তদের।
For all the latest entertainment News Click Here