অসহায় জীবনের বদলে মৃত্যু বরণ করব- ভাইরাল ব্রিজভূষণের কাব্যিক জবাব
কুস্তিগীরদের দ্বারা যৌন হয়রানির প্রতিবাদ ও অভিযোগের মধ্যেই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি তথা কায়সারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং একটি আবেগপূর্ণ কবিতা দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সাংসদ ব্রিজ ভূষণ কবিতার মাধ্যমে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন। ক্রমবর্ধমান ভাইরাল হওয়া ভিডিয়োতে ব্রিজ ভূষণকে আবেগপ্রবণ ভঙ্গিতে বলতে দেখা যায় যে, ‘যেদিন আমি জীবনের লাভ ক্ষতির হিসাব করতে নামব, যেদিন আমি আর সংগ্রাম করতে পারব না। যেদিন জীবনের অসহায়ত্ব আমার প্রতি করুণা দেখাবে, সেদিন জীবনের চেয়ে মৃত্যুকেই আগে বরণ করব।’
আরও পড়ুন… ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত নন রাসেল, করলেন সিরাজের ইয়র্কারের প্রশংসা
রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ আরও বলেন, ‘বন্ধুরা, যেদিন আমি আমার জীবনের পর্যালোচনা করব, কী হারিয়েছি আর কী পেয়েছি। যেদিন মনে হবে আমার লড়াই করার ক্ষমতা শেষ। যেদিন নিজেকে অসহায় মনে হবে, আমি অপারক। আমি এমন জীবন যাপন করতে চাই না। আমি চাই এমন জীবন যাপনের আগে মৃত্যু আমার কাছাকাছি চলে আসুক।’
অলিম্পিক্সের পদক বিজয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট সহ ভারতের শীর্ষ কুস্তিগীররা ভারতের রেসলিং ফেডারেশন এর সভাপতি ব্রিজ ভূষণ শরণের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত রাখতে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়েছিলেন। কুস্তিগীরদের দাবি, প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিংকে গ্রেফতার না করা পর্যন্ত বিক্ষোভ চলবে।
আরও পড়ুন… CSK-তে ফিরবেন কি স্যান্টনার, কী হবে সঞ্জুদের দল, জানুন RR ও CSK -এর সম্ভাব্য একাদশ
অন্যদিকে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগকে গুরুতর বলে অভিহিত করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, তার বিরুদ্ধে অভিযোগের ধরন খুবই গুরুতর এবং তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা নথিভুক্ত করার জন্য মহিলা কুস্তিগীরদের দায়ের করা আবেদনের ভিত্তিতে আদালত দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এস নরসিমার বেঞ্চ এই বিষয়ে শুনানি করছেন। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে ২৮ এপ্রিল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এমন পরিস্থিতিতে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) এর সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী কুস্তিগীরদের দ্বারা উত্থাপিত অভিযোগে আবেগপ্রবণ হয়েছিলেন। একটি কবিতার মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন কায়সারগঞ্জ, বাহরাইচ, ইউপির বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ। ব্রিজ ভূষণ সিং একটি ভিডিয়ো বার্তায় একটি কবিতার একটি অংশ আবৃত্তি করেছেন। এই কবিতা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি এই লড়াই অতি সহজে হেরে যাবেন না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here