অষ্টমীতে অঞ্জলি, জমিয়ে পেটপুজো, রাত জেগে ঠাকুর দেখা! সঙ্গে ভ্লগিংও করবেন সায়ক
সারা রাত ধরে ঠাকুর দেখা, এবার পুজোয় ডায়েট ভুলতে চান অভিনেতা সায়ক চক্রবর্তী। বন্ধুর রিয়াজের সঙ্গে এবার পুজোর প্ল্যান সেরেছেন সায়ক। পঞ্চমী অবধি শ্যুটিং সেরে এরপর জমিয়ে আড্ডা। পুজোর ক’দিন জমিয়ে ছুটি উপভোগ তিনি।
সায়কের পুজোর কী প্ল্যান? সেই খোঁজ নিতে হিন্দুস্তান টাইম বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। গলায় একরাশ উচ্ছ্বাস নিয়ে সায়ক জানিয়েছেন, ‘চারিদিকে এত মানুষ, কবে কার সঙ্গে বেরাবো সেই নিয়ে বিভ্রান্ত হয়ে যাই আমরা।’
বন্ধু, পরিবার, সহকর্মীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়ে পুজো কাটাতে চান সায়ক। অভিনেতা জানিয়েছেন, ‘আসলে ষষ্ঠীর দিন টানা ঘুমাবো ভেবেছিলাম। কারণ এতদিন টানা কাজ করছি। কিন্তু সকাল থেকে ধারাবাহিকের সহকর্মীদের সঙ্গে আড্ডার প্ল্যান। সপ্তমীর দিন মা-দাদার সঙ্গে। মায়ের সঙ্গে খাওয়া-দাওয়ার প্ল্যান রয়েছে। অষ্টমীর দিন সৌমিতৃষা, রিয়াজের সঙ্গে। রিয়াজের ব্যাপারে বলতে গেলে ও মুসলমান। তবে ও অঞ্জলি দেয়। একটা বনেদি বাড়িতে গিয়ে আমরা অঞ্জলি দেব। ব্যাপারটা খুব ভালোলাগে আমার। আমারও মা-ও যাবে এবার। সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দেব। এরপর ঠাকুর দেখা।’
দুর্গাপুজোয় কলকাতা ছেড়ে কিছুই ভাবতে পারেন না সায়ক। অভিনেতা জানিয়েছেন, ‘পুজোর সময় কলকাতা, স্ট্রিট ফুড আর প্রচুর সেলফি। সঙ্গে স্ট্রিট বিরিয়ানি আর চিকেন রোল।’ ঘুরে ঘুরে প্রচুর ঠাকুর দেখবেন।
জমিয়ে ব্লগিং করছেন সায়ক এবং রিয়াজ। তাঁদের ইউটিউব চ্যানেলের নাম ‘লেটস স্টার্ট’। ইতিমধ্যেই তিন লাখ ফলোয়ার্স সংখ্যা পার করেছে তাঁদের চ্যানেল। এবার লক্ষ্য চার লাখ। নতুন ধারাবাহিকে কাজ করার কথা চলছে বলে জানিয়েছেন সায়ক।
For all the latest entertainment News Click Here