‘অশ্বিন ও অক্ষর….’, T20 বিশ্বকাপে এক ম্যাচেও না খেলানো নিয়ে মুখ খুললেন চাহাল
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। গোটা টুর্নামেন্টে বিরাট কোহলি ভালো পারফরম্যান্স করলেও সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি অধিনায়ক রোহিত শর্মাকে।
এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে দল গঠন নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোচ রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা। গোটা টুর্নামেন্টে যুজবেন্দ্র চাহালকে বসিয়ে রাখা হয়। একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি তাঁকে। কিন্তু সেখানে রবিচন্দ্রন অশ্বিনকে টানা সুযোগ দেওয়া হয়। টিম ইন্ডিয়া এমন সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরও থামেনি বিতর্ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না দেওয়ায় তাঁকে নিয়ে বিতর্কে সূত্রপাত, সেই যুজবেন্দ্র চাহাল এবার মুখ খুললেন। তাঁর বক্তব্য, এটা পরিষ্কার, টিম ম্যানেজমেন্টের পাশেই দাঁড়িয়েছেন চাহাল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা কোন ও ব্যক্তিগত খেলা নয়। প্রতিটি দলে টিম কম্বিনেশন বলে একটা বস্তু আছে। আমি অশ্বিন এবং অক্ষরকে ভালো পারফর্ম করতে দেখেছি। জীবনে এসব ঘটনা ঘটে। আমি শুধু জানতাম যে সুযোগ পেলে আমাকে প্রস্তুত থাকতে হবে। কোচ এবং রোহিত ভাই আমাকে তা স্পষ্ট করে দিয়েছিলেন। যাতে আমি যেন কোনও মুহূর্তের জন্য প্রস্তুত থাকি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পেলেও বছর ঘুরতে না ঘুরতেই দেশের মাটিতে বসবে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপ দলে তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে। এই প্রসঙ্গে চাহাল বলেন, ‘সামনেই হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। ২০১৯ সালে আমি শেষ বিশ্বকাপ খেলেছিলাম, সেটিও ৫০ ওভারের বিশ্বকাপ ছিল। আমি এসব নিয়ে এত চিন্তা করতে চাই না। ভারতের হয়ে খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ, এটাই আমার প্রথম লক্ষ্য। এখন আমাকে দলে নেওয়া হবে কিনা, সেটা আমার হাতে নেই। আমি আশা করি একইভাবে খেলা চালিয়ে যেতে পারব, আমার দেশের হয়ে খেলতে পারব এবং আশা করি ভারত ২০২৩ সালে চ্যাম্পিয়ন হবে।’
For all the latest Sports News Click Here