অশ্বিনের মঞ্চে আগুন ঝরালেন সিরাজ, দরকারের সময় কেরিয়ারের সেরা বোলিং মিয়াঁর- Video
দরকারের সময় বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে সফল হওয়ার জন্য ভারতীয় দল তাকিয়ে ছিল অশ্বিন-জাদেজার স্পিন জুটির দিকে। কুইন্স পার্ক ওভালের বাইশগজ দেখে স্পিনারদের উপর নির্ভর করা ছাড়া উপায়ও ছিল না ভারতীয় টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে অশ্বিন একাই ১২টি উইকেট নেওয়ায় পেসারদের উপর বাজি ধরা সম্ভব ছিল না বিশেষজ্ঞদের। তবে সকলকে ভুল প্রমাণিত করে মহম্মদ সিরাজ ত্রিনিদাদে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দেন।
ভারতের ৪৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে জমাট প্রতিরোধ গড়ে তোলে। একসময় ৪ উইকেট হারিয়ে ২০০ রানের গণ্ডি টপকে যায় ক্যারিবিয়ান দল। তৃতীয় দিনের শেষবেলায় জোশুয়া ডা’সিলভাকে বোল্ড করে সিরাজ ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করা শুরু করেন। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৫ উইকেটে ২২৯ রান। সুতরাং, চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস তাড়াতাড়ি গুটিয়ে দিতে না পারলে ভারতের কাজ ক্রমশ কঠিন হয়ে দাঁড়াত সন্দেহ নেই।
চতুর্থ দিনের প্রথম ওভারেই মুকেশ কুমার আলিক আথানাজেকে ফিরিয়ে উইকেট তোলার কাজ শুরু করার পরে ফিনিশিং টাচ দেন সিরাজ। তিনি পরপর সাজঘরে ফেরান জেসন হোল্ডার, আলাজারি জোসেফ, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলকে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫৫ রানে অল-আউট হয়ে যায়। ভারত প্রথম ইনিংসের নিরিখে ১৮৩ রানের বড়সড় লিড নেয়।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
সিরাজের টেস্ট তথা আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং:-
সিরাজ ২৩.৪ ওভার বল করে ৬টি মেডেন-সহ ৬০ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। উল্লেখযোগ্য বিষয় হল, এটি সিরাজের টেস্ট তথা আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। এর আগে টেস্টে একবার মাত্র ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। ২০২১ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৩ রানে ৫ উইকেট নেন সিরাজ। এতদিন সেটাই ছিল সিরাজের টেস্ট তথা আন্তর্জাতিক কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। উল্লেখ্য, সিরাজ ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি।
আরও পড়ুন:- Maharaja Trophy T20 Auction: নিলামে মোটা টাকা দাম পেলেন মায়াঙ্ক-দেবদূত-মণীশ, সব থেকে দামি মনোহর
টেস্টে সিরাজের সেরা ৫ বোলিং পারফর্ম্যান্স:-
১. ৬০ রানে ৫ উইকেট বনাম ওয়েস্ট ইন্ডিজ (পোর্ট অফ স্পেন, ২০২৩)।
২. ৭৩ রানে ৫ উইকেট বনাম অস্ট্রেলিয়া (ব্রিসবেন, ২০২১)।
৩. ৩২ রানে ৪ উইকেট বনাম ইংল্যান্ড (লর্ডস, ২০২১)।
৪. ৬৬ রানে ৪ উইকেট বনাম ইংল্যান্ড (বার্মিংহ্যাম, ২০২২)।
৫. ৯৪ রানে ৪ উইকেট বনাম ইংল্যান্ড (লর্ডস, ২০২১)।
For all the latest Sports News Click Here