অশ্বিনকে WTC ফাইনালে না খেলিয়ে ভুল করেছিলেন, রোহিতদের কাটা ঘায়ে নুনের ছিটে ICC-র
শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারতে হয়েছে ভারতীয় দলকে। ওভালে ভারতকে ২০৯ রানে হারিয়ে শিরোপা জেতেন অজিরা। আর এই টেস্টে ভারতীয় দলে জায়গা হয়নি বিশ্বের এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনের। তাঁর দলে না থাকা নিয়ে কম জলঘোলা হয়নি। সচিন তেন্ডুলকর-সহ একাধিক প্রাক্তন তারকা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। আর কেন যে অশ্বিনকে না খেলানো নিয়ে সবাই অসন্তোষ প্রকাশ করেছিলেন, তা ফের প্রমাণিত হল। ডব্লুটিসি ফাইনালে না খেলেও আইসিসির সদ্য প্রকাশিত তালিকায় টেস্টে বোলারদের মধ্যে নিজের এক নম্বর জায়গা ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন।
তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য অশ্বিন একাই সুখবর বয়ে আনেননি। সুখবর এনেছেন অজিঙ্কা রাহানে এবং শার্দুল ঠাকুরও। ডব্লুটিসি ফাইনালে যে কয়েকজন ভারতীয় ক্রিকেটার ভালো পারফরম্যান্স করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন রাহানে এবং শার্দুল। তাঁদের এই ভালো পারফরম্যান্সের সুফলও পেয়েছেন। টেস্টে ক্রমতালিকায় উন্নতি হয়েছে দুই ক্রিকেটারের। পাশাপাশি
আরও পড়ুন: Video- ব্যাটারের রিভিউতে নট আউট দিলেন তৃতীয় আম্পায়ার,সিদ্ধান্তে অখুশি অশ্বিন নিলেন পালটা DRS,এমন কাণ্ডে হাঁ ক্রিকেটবিশ্ব
অজিদের মধ্যে ট্রেভিস হেডও ক্রমতালিকায় অনেকটাই উন্নতি করেছেন। ব্যাটিংয়ের ক্রমতালিকায় টেস্টে প্রথম তিনটি স্থান দখল করেছে অজিরা। প্রথম স্থানে রয়েছেন মার্নাস ল্যাবুশান, দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ এবং তৃতীয় স্থানে রয়েছেন হেড। নবম স্থানে রয়েছেন আরও এক অজি ব্যাটার উসমান খোয়াজা। উল্লেখ্য, এর ফলে ১৯৮৪ সালে গড়া ওয়েস্ট ইন্ডিজের নজির স্পর্শ করেছেন তিন অজি ব্যাটার। ১৯৮৪ সালে আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড এবং ল্যারি গোমস।
আরও পড়ুন: Sachin furious with Ashwin’s exclusion: ‘অশ্বিনকে বাদ দেওয়ার কারণ বুঝলাম না’, দ্রাবিড়দের সিদ্ধান্তে রাগলেন ‘শান্ত’ সচিন
টেস্টে বোলারদের ক্রমতালিকায় দুই ধাপ উঠেছেন অজি বোলার নাথান লিয়ন। তিনি অলি রবিনসনের সঙ্গে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন। স্কট বোল্যান্ড উঠে এসেছেন ৩৬-তে। ৪০ তম স্থানে রয়েছেন মহম্মদ সিরাজ। ৮৬০ পয়েন্ট নিয়ে ডব্লুটিসি ফাইনালে না খেলেও এই তালিকায় শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটারদের মধ্যে ১২ নম্বরে রয়েছেন রোহিত শর্মা এবং ১৩ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ৩৭ তম স্থানে উঠে এসেছেন অজিঙ্কা রাহানে। ৯৪ তম স্থানে উঠে এসেছেন শার্দুল ঠাকুর।
For all the latest Sports News Click Here