অশ্বিনকে ফলস ডেলিভারির পালটা দিলেন রুতুরাজ, দেখুন বাইশগজের অন্য লড়াই
একজনের ঝুলিতে তিন ফর্ম্যাট মিলিয়ে ৬১৫টি উইকেট। অন্যজন সবে মাত্র জাতীয় দলের হয়ে ২টি টি-২০ ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতার নিরিখে বিস্তর ফারাক দুই ক্রিকেটারের মধ্যে। তবে আইপিএলের মজা এটাই যে, এখানে আন্তর্জাতিক তারকা হোন বা নিছক আনকোরা ঘরোয়া ক্রিকেটার, কেউ কাউকে ছেড়ে কথা বলেন না।
আন্তর্জাতিক তারকারা মাঠের বাইরে বাড়তি সম্ভ্রম পেতে পারেন, তবে বাইশগজে লড়াই চলে চোখে চোখ রেখে। ঠিক সেই বিষয়টাই আরও একবার চোখে পড়ল ইন্ডিয়ান প্রিমিয়র লিগে।
দুবাইয়ে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ও রুতুরাজ গায়কোয়াড়ের মধ্যে ব্যাট-বলের লড়াই ছাড়াও মানসিক টক্করটাও বেশ উপভোগ্য হয়ে ওঠে।
চেন্নাই ইনিংসের নবম ওভারে বল করছিলেন অশ্বিন। ওভারের চতুর্থ বল করতে এসে ফলস ডেলিভারি করেন তিনি। বোলিং অ্যাকশন সম্পূর্ণ করার পরেও বল হাত থেকে ছাড়েননি অশ্বিন। ক্রিকেটে অনেক সময় এমনটা চোখে পড়ে। স্টেপে ভুল হলে অনেক সময় বোলাররা বল ছাড়েন না। অথবা নন-স্ট্রাইকার ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে গেলে তাঁকে সতর্ক করার জন্যও ডেলিভারি সম্পূর্ণ করেন না বোলাররা।
তবে ঠিক এর পরের বলেই রুতুরাজ যেটা করলেন, সেটা নিছক বদলা নেওয়া ছাড়া আর কিছুই নয়। অশ্বিন পুনরায় রান-আপ শেষ করে বল করতে উদ্যত হচ্ছেন, এমন সময় ক্রিজ ছেড় সরে যান রুতুরাজ। ফলে অশ্বিনকে বল করার আগেই ক্ষান্ত হতে হয়। কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, রুতুরাজ কেন এমন করলেন।
For all the latest Sports News Click Here