‘অশিক্ষিত…’, ম্যালেরিয়া নিয়ে ভুল মন্তব্যের জেরে ট্রোলড! ক্ষমা চাইলেন সঙ্ঘশ্রী
এই মুহূর্তে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ সঙ্ঘশ্রী সিনহা মিত্র। ‘কি করে তোকে বলব’, ‘ফেলনা’,‘নবাব নন্দিনী’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। সদ্যই ঋতাভরী-আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রীর। সম্প্রতি দিদির মঞ্চে হাজির হয়েছিলেন সঙ্ঘশ্রী। সেখানেই হাসিঠাট্টার মাঝে করে বসলেন ছোট্ট ভুল।
হাসিখুশি মেজাজের জন্যই সকলে চেনে সঙ্ঘশ্রীকে। দিদি নম্বর ১-এর স্টেজে মেয়েবেলায় ফেরেন অভিনেত্রী। স্কুলজীবনের কথা বলতে গিয়ে হুট করেই ম্যালেরিয়া আর কালা জ্বরকে গুলিয়ে ফেলেন তিনি। সঙ্ঘশ্রী বলেন, ‘এত বছর পরেও মনে আছে, ম্যালেরিয়ার বিজ্ঞানসম্মত নাম ‘লিসম্যানিয়া ডোনোভ্যানি’। এটা অনেক বড় শব্দ, তা কী করবে মনে রাখব? আমরা বলতাম, লিসাপিসি ম্যানিয়া হয়ে অজ্ঞান হয়ে ড্রেনে পড়ে আছে… ভ্যান এসে নিয়ে যাচ্ছে’। এখানেই গণ্ডোগোল! ‘লিসম্যানিয়া ডোনোভ্যানি’ ম্যালেরিয়া নয়, কালা জ্বরের বিজ্ঞানসম্মত নাম। ব্যাস, এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় রোষের মুখে সঙ্ঘশ্রী। অভিনেত্রীকে ট্রোল করবার সুযোগ হাতছাড়া করেননি নেটিজেনরা।
একজন লেখেন- ‘এরা পড়াশোনা করে না, খালি ভুলভাল কথা’। অপর একজন লেখেন, ‘এটা শুনে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স কাঁদছে আর বলছে আমি কি চাকরিটা ছেড়ে দেব?’ অপর একজন লেখেন, ‘এক লাইন জ্ঞান জাহির করতে গিয়ে ১০০টা অজ্ঞনতার পরিচয় দিলেন’। ম্যালেরিয়া রোগের নাম, তার বিজ্ঞানসম্মত নাম হয় না। বিজ্ঞানসম্মত নামটি ম্যালেরিয়া রোগবহণকারী জীবাণুর তাও অভিনেত্রীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অনেকেই।
এপিসোড সম্প্রচারের পর নিজের ভুল চোখে পডে সঙ্ঘশ্রীর। তড়িঘড়ি তা শুধরে নিয়ে প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নেন তিনি। বলেন, ‘আমি দুঃখিত যে কালা জ্বরের জায়গায় ম্যালেরিয়া বলেছি। এর সঙ্গে মেডিক্যাল সেন্টিমেন্টকে গোলাবেন না, ভুল তো মানুষ মাত্রই হয় বা হতে পারে। আর এই আলোচনার প্রেক্ষাপটটা খুব মজার ছিল। তাও ভুল বলার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি’।
অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মা-ই প্রথম ভুলটি ধরিয়ে দেয়। অভিনেত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টির প্রশংসা করেছেন অনেকই। ভুল স্বীকার করতে সৎ সাহস লাগে মত তাঁদের। এক নেটিজেন লেখেন, ‘ভুল অনেক মানুষেরই হয় কিন্তু সেটা স্বীকার করার সাহস সকলের থাকে না… আপনি এটা করে অনেক মানুষকে এই সাহস জোগাতে উৎসাহিত করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। খুব খুব পসেটিভ লাগলো বিষয়টা।’
For all the latest entertainment News Click Here