অশান্ত মণিপুরে লাটে উঠেছে ক্রিকেটে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বঙ্গ ক্রিকেট
শুভব্রত মুখার্জি: মণিপুর দীর্ঘদিন ধরেই অশান্ত। দুই জনজাতি গোষ্ঠীর লড়াইয়ে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে। গত মে মাস থেকেই মণিপুরে জ্বলছে অশান্তির আগুন। ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে জনজীবন। যার প্রভাব পড়েছে খেলাধুলোর জগতেও। বন্ধ হয়ে গিয়েছে অনুশীলন থেকে শুরু করে স্থানীয় টু্র্নামেন্ট সবকিছু। প্রায় লাটে উঠতে বসেছে সমস্ত খেলাধুলোই। চূড়ান্ত সমস্যার মধ্যে আছেন স্থানীয় খেলোয়ড়রা। এমন আবহে মণিপুরের ক্রিকেটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবির কর্তারা। মণিপুরের ক্রিকেটারদেরকে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
অশান্ত মণিপুরের বেশ কয়েকজন ফুটবলারের পাশে কয়েকদিন আগেই দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁদের দলে থাকা সাত ফুটবলারের পরিবারকে তাঁরা কলকাতায় আনার ব্যবস্থাও করছেন। ইতিমধ্যেই কয়েকজনকে নিউ টাউনের ফ্ল্যাটেও এনে তোলা হয়েছে। আরও চারটি ফ্ল্যাটকে তৈরি রাখা হয়েছে বাকি পরিবারগুলোর জন্য। মহামেডানের দেখানো পথে হেঁটেই ক্রিকেট নিয়ে এবার মণিপুরকে সাহায্য করতে এগিয়ে এসেছে সিএবি। সিএবির কর্তারা মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছেন। পরিকল্পনামাফিক সবকিছু এগোলে মণিপুর ক্রিকেট দল বাংলায় অনুশীলন করবে আর কয়েকদিনের মধ্যেই।
গত আড়াই মাসেরও বেশি সময় ধরে মণিপুরে অশান্তি অব্যাহত। কুকি ও মেইতেই দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের ফলে এই ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হলেও হিংসা নিয়ন্ত্রণে আসছে না কিছুতেই। এই পরিস্থিতিতে মণিপুর ক্রিকেটের পাশে দাঁড়িয়েছে সিএবি। সিএবির পাশাপাশি দেশের বাকি রাজ্য ক্রিকেট সংস্থার কাছে আবেদন করেছে এগিয়ে এসে মণিপুরকে সাহায্যের জন্য। যুগ্ম সচিব নরেশ ওঝা জানিয়েছেন যে তাঁরা মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে একটি ইমেল পেয়েছেন। সেখানে তাদের পক্ষ থেকে আসন্ন মরশুমের জন্য প্রস্তুতির জায়গা চাওয়া হয়েছে ।
বর্তমানে মণিপুর দল পুদুচেরিতে রয়েছে। আপাতত তাদের মণিপুরে ফেরার কোনও পরিকল্পনা নেই। তার পরিবর্তে বাংলায় এসে সিএবির তত্ত্বাবধানে সিএবির পরিকাঠামো ও সুযোগসুবিধা ব্যবহার করে অনুশীলনের অনুমতি চাওয়া হয়েছে।
For all the latest Sports News Click Here