অশনি সংকেত ভারতীয় শিবিরে, শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত তারকা পেসার
দ্বি-পাক্ষিক সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ দল দেশে ফেরার ঠিক পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের আগেই অশনি সংকেত ভারতীয় শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন তারকা পেসার দীপক চাহার।
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে বল করার সময় চোট পান দীপক চাহার। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বল পূর্ণ করতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ে টান ধরায় মাঠ ছাড়তে হয় তাঁকে। চাহারের ওভার সম্পূর্ণ করেন বেঙ্কটেশ আইয়ার।
তৃতীয় ম্যাচে দুরন্ত ছন্দে ছিলেন দীপক। তিনি ১.৫ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। চাহারের চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর হলে শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামতে পারবেন না তিনি। সুতরাং, অনিশ্চিত হয়ে পড়েছে সিংহলিদের বিরুদ্ধে দীপকের টি-২০ সিরিজ খেলা।
তবে এখানেই আশঙ্কার শেষ নয়, বরং হ্যামস্ট্রিং টিয়ারের মতো সমস্যা দেখা দিতে আইপিএলের শুরুতে মাঠে নামাও অনিশ্চিত হয়ে পড়বে চাহারের। সেক্ষেত্রে তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে দলে ফেরানো চেন্নাই সুপার কিংস মহা সমস্যায় পড়তে পারে। কেননা গ্রেড ওয়ান টিয়ারের ক্ষেত্রে অন্তত ৬ সপ্তাহ সময় লাগে ক্রিকেটারদের মাঠে ফিরতে।
অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও চাহারের চোট নিয়ে সরসারি কোনও আপডেট দেওয়া হয়নি। আপাতত চাহার সরাসরি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে উড়ে যেতে পারেন চোট সারানোর প্রক্রিয়ায় থাকার জন্য।
For all the latest Sports News Click Here