অল ব্ল্যাক লুকে আগুন ঝরালেন শাহরুখ! ‘ভাবলাম আরিয়ান!’ মন্তব্য নেটিজেনদের
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে যাওয়ার আগে সেই সাজে সোশ্যাল মিডিয়ায় হট, সিজলিং লুকে ধরা দিলেন শাহরুখ খান। এদিন তাঁকে সম্পূর্ণ কালো রঙের পোশাকে দেখা যায়। আর তাঁর এই নতুন লুক দেখেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এই বয়সে এসেও বারংবার চমক দেন অভিনেতা। আর তাঁর এদিনের চমক দেখে কেউ কেউ তো আবার তাঁকে তাঁর পুত্র আরিয়ানের সঙ্গেও গুলিয়ে ফেললেন!
শাহরুখ খানের ম্যানেজার অভিনেতার এদিনের লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পূজা দাদলানি এই ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন ‘শুক্রবারের রাত।’ বলিউডের বেতাজ বাদশাকে এদিন সম্পূর্ণ কালো পোশাকে দেখা যায়। তাঁর জামায় ডিপ ভি নেক শার্ট ছিল। এই শার্টের সঙ্গে তিনি একটি স্ট্রাইপ কোট এবং চেন পরেছিলেন।
তবে এদিনের মূল অনুষ্ঠানে পাঠান ছিলেন না। তিনি পাপারাৎজিদের ক্যামেরায় ধরাও দেননি বাকি তারকাদের মতো। তবে তিনি না থাকলেও তাঁর সন্তান এবং স্ত্রীকে এদিনের অনুষ্ঠানে থাকতে দেখা যায়।
গৌরী খানকে তাঁর দুই সন্তান আরিয়ান এবং সুহানার সঙ্গে এই অনুষ্ঠানে দেখা যায়। তাঁদের একটি ভিডিয়ো এদিন ভাইরাল হয়। গৌরীকে এদিন একটি নিউড রঙের শাড়িতে দেখা যায়। অন্যদিকে শাহরুখ কন্যা সুহানার পরনে ছিল লাল রঙের ড্রেস। এবং আরিয়ান পরেছিলেন মেরুন রঙের একটি জ্যাকেট এবং কালো প্যান্ট। তাঁদের সঙ্গে এদিন সলমন খানকেও পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। ভাইজানকে দেখেই আরিয়ান ‘ভাই’ বলে ডেকে ওঠেন। শুধু তাই নয়, সুহানা এবং তিনি সলমনের সঙ্গে কথাও বলেন বেশ কিছুক্ষণ।
তবে যাই হোক, শাহরুখের এদিনের সাজ সবার নজর কেড়ে নেয়। গুনীত মোঙ্গা থেকে মাহিরা খান সকলেই তাঁর এই লুকের প্রশংসা করেন। অস্কার জয়ী গুনীত লেখেন, ‘হা ইশ্বর!’ মাহিরা লেখেন, ‘এটা কী ধরনের আচরণ পূজা!’ অভিনেতার এক ভক্ত লেখেন, ‘টু হট টু হ্যান্ডেল!’ আরেক নেটিজেনের মতে, ‘কয়েক মুহূর্তের জন্য আরিয়ান ভাবলাম!’
এই নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আগামীতে ভারতের সেরা মিউজিক, থিয়েটার থেকে ফাইন আর্টস তুলে ধরা হবে। ভারতের সাংস্কৃতিক কাঠামোকে আরও শক্তিশালী বানানোর জন্য এই সেন্টারের উদ্বোধন করা হল।
For all the latest entertainment News Click Here