অলিম্পিক্সে পদকের আশা নিয়ে হিন্দুস্তান টাইমসের সামিটে মন্তব্য সাত্ত্বিক-চিরাগের
শুভব্রত মুখার্জি: ভারতীয় ব্যাডমিন্টন বা বলা যায় পুরুষ বিভাগে ডাবলসে ভারতীয় ব্যাডমিন্টনের মানচিত্রটাই সম্পূর্ণ বদলে দিয়েছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এই দুই ভারতীয় শাটলার বিশ্বমঞ্চে একাধিক সাফল্য এনে দিয়েছে ভারতকে। শেষ এশিয়ান গেমসে ও ডাবলসে সোনা জিতে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের নজির গড়েছেন তারা। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন তারা। সামনের বছর অর্থাৎ ২০২৪ সালেই রয়েছে প্যারিস অলিম্পিক গেমস। আর এই গেমসে ভারতের হয়ে পদক জয়ের অন্যতম দাবিদার এই জুটি। সেই প্রসঙ্গেই তাদেরকে স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়েছিল হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে। যেখানে তাদের অকপট উত্তর দুই বছর আগেও অনেকেই এই ডাবলসের বিষয়ে জানতোই না। আজ সেই ডাবলস বিভাগ থেকেই আশা করা হচ্ছে পদকের। এটাই আমাদের অর্জন।
হিন্দুস্তান টাইমসের ম্যানেজিং এডিটর কুনাল প্রধানকে ভারতীয় শাটলার জুটি জানিয়েছেন, ‘প্রত্যাশার একটা চাপ সবসময়েই থাকে। এটাকে পজিটিভভাবেই নিতে হবে। ২ বছর আগেও ব্যাডমিন্টন ডাবলসের বিষয়ে অনেকে জানত না। ডাবলস নিয়ে সেইভাবে প্রত্যাশা ও ছিল না। আমরা আমাদের সেরাটা দেব(প্যারিস অলিম্পিকে)। দেশের হয়ে অবশ্যই পদক জিতে ফেরাই থাকবে আমাদের লক্ষ্য।’
নিজেদের অনুশীলনের বিষয়টি নিয়ে বলতে গিয়ে সাত্ত্বিক জানিয়েছেন, ‘আমাদের পিছনে একজন ম্যাজিশিয়ান রয়েছেন।গোপী স্যার (পুলেল্লা গোপীচাঁদ) রয়েছেন। উনি এবং অন্যান্য কোচেরা ভালোভাবেই জানেন পরের বছর প্যারিস অলিম্পিক গেমসে পদক জিততে আমাদের কিভাবে অনুশীলন করতে হবে। ওনারাই আমাদের অনুশীলনের সূচির পরিকল্পনা করেন। তারাই আমাদেরকে বলেন কোনরকম কোন চাপ না নেওয়ার কথা। আমাদের প্রধান প্রতিপক্ষ হল আমাদের শরীর। খারাপ সময়ে আমাদের চোট পাওয়ার একটা প্রবণতা রয়েছে। আমাদেরকে ফিট থাকতে হবে। প্যারিস অলিম্পিকের আগে এটা খুব বড় একটা জিনিস।’
ভারত শেষ তিনটি অলিম্পিক গেমস থেকেই ব্যাডমিন্টনে পদক নিয়ে ফিরেছে। কিন্তু সবগুলো এসেছে মহিলা সিঙ্গেলস থেকে। ২০১২ সালে লন্ডনে সাইনা নেহওয়াল জেতেন ব্রোঞ্জ। ২০১৬ সালে রিওতে রুপো জেতেন পিভি সিন্ধু। ২০২০ সালে ব্রোঞ্জ জেতেন পিভি সিন্ধু।সাত্ত্বিক আরো যোগ করেন ‘ আমাদের দেশে ব্যাডমিন্টনে বরাবর ভালো সিঙ্গেলস শাটলার উঠে এসেছেন। প্রকাশ স্যার,গোপী স্যার,সাইনা,সিন্ধু,প্রণয় ,শ্রীকান্ত, লক্ষ্য। তবে আমাদের খুব হাতেগোনা শাটলার ছিল যারা ডাবলসকে ফোকাস করেছেন। জ্বলা(গুট্টা) এবং অশ্বিনী (পোনাপ্পা) খুব ভালো ছিল। আমরা সবসময়েই শুনেছি ভারতে ডাবলসে শাটলারের অভাব রয়েছে। দলগত ইভেন্টে ও আমরা হারতাম কারণ আমাদের শক্তিশালী ডাবলস জুটি ছিল না। তাই আমার মোটো ছিল এটাকে বদলাতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
For all the latest Sports News Click Here