অলিম্পিক্সের আগে স্বপ্নের ফর্ম অব্যাহত চিরাগ-সাত্ত্বিকদের, জিতলেন কোরিয়া ওপেন
কোরিয়া ওপেনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হল চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জুটি। কয়েকদিন আগেই ইন্দোনেশিয়া ওপেন সুপার সিরিজ জেতেন তারা। কয়েক দিনের ব্যবধানেই ফের চ্যাম্পিয়ন। এবার কোরিয়া ওপেন জয় এই দুই ভারতীয়র। তবে এই মুহূর্তে যে তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় এই জুটি ফাইনালে মুখোমুখি হয় ফাজার আলফিয়ান এবং রিয়ান আরদিয়ান্তো জুটির সঙ্গে। দুর্দান্ত ফর্মে থাকা চিরাগ-সাত্ত্বিক জুটির কাছে দাঁড়াতেই পারেননি তারা। অবশ্য গেমের শুরুটা করেন ইন্দোনেশিয়ার আলফিয়ান এবং রিয়ান জুটি। প্রথম সেটে ভারতীয় দুটি হেরে বসে। স্বাভাবিক ভাবেই চাপে পড়ে যায় ভারত। কিন্তু ঠিক পরের গেমেই তারা ঘুরে দাঁড়ান। এরপর আর কোনও ভাবেই আটকে রাখতে পারেননি বিপক্ষরা। পরপর দুই গেমেই জিতে নেয় চিরাগ-সাত্ত্বিক জুটি। ফলে বিপক্ষদের আর কোনও ভাবেই সুযোগ দেননি তারা। ম্যাচের ফলাফল ২১-১৭, ১৩-২১ এবং ১৪-২১।
পরপর এই জুটি যে ভাবে সাফল্য পেয়ে চলেছেন, তাতে খুশি প্রত্যেকেই। অন্যদিকে ভারতীয় জুটি সেমিফাইনালে হারায় এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ২ নম্বরে থাকা জুটিকে। চিনের প্রতিপক্ষ জুটি লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চাঙকে স্ট্রেট গেমে হারিয়ে দিল ভারতীয় শাটলার জুটি। সাত্বিক-চিরাগরা। জিন্নাম স্টেডিয়ামে ৪০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইতে জিতে ফাইনালে চলে গেল ভারতীয় শাটলার জুটি।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুরু থেকেই ফর্মে ছিলেন ভারতীয় এই জুটি। এই নিয়ে টানা ১০টি ম্যাচে অপরাজিত রইল ভারতীয় জুটি। এদিন শুরুতে কিছুটা পিছিয়ে গেলেও শেষ দুই গেমে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই জুটি। প্রথম সেটে হারটা কিছুটা হলেও ভাবিয়ে তোলে ভারতকে। তবে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা চিরাগ-সাত্ত্বিক জুটির কাছে টিকতেই পারেনি আলফিয়ান-রিয়ান জুটি। শেষ দুই সেটে লড়াকু পারফরম্যান্স করে কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন হয় ভারত।
ম্যাচের প্রথম গেমে পিছিয়ে গেলেও কিন্তু শেষ হাসি হাসল ভারতীয় শাটলার জুটি। চলতি বছরে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ সুইস ওপেন খেতাব জিতেছেন। দুবাইতে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপও জিতেছেন তারা। ১৮ জুন ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ চ্যাম্পিয়ন হয়েছেন চিরাগরা। এবার কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন হল ভারত।
For all the latest Sports News Click Here