অলিম্পিকের দোহাই দিয়ে রোহিতের ৩ ম্যাচের WTC ফাইনালের প্রস্তাবকে কটাক্ষ কামিন্সের
চূড়ান্ত কটাক্ষ হেরে যাওয়া দলের ক্যাপ্টেনকে। ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ার পরে ডব্লিউটিসির ফর্ম্যাট নিয়ে অখুশি প্রকাশ করেন রোহিত শর্মা। তিনি পরের বার থেকে ফাইনালের নিয়ম বদলের পরামর্শ দেন। যা শুনে অজি দলনায়ক প্যাট কামিন্স অলিম্পিক্সের উদাহরণ দিয়ে নিজের যুক্তি পেশ করেন। তবে তাঁর কথায় তীব্র শ্লেষ লুকিয়ে ছিল।
আসলে দীর্ঘ ৬টি সিরিজ খেলার পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হয় কোনও দলকে। তবে ফাইনাল একটি ম্যাচেই নিষ্পত্তি হয়। অতীতে বহু বিশেষজ্ঞই এমন মতামত পোষণ করেন যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অন্তত তিন ম্যাচের সিরিজ আয়োজন করা উচিত। রোহিত শর্মাও বিশেষজ্ঞদের সেই ভাবনাকে সমর্থন করেন।
হারের পরে রোহিত বলেন, ‘আমি ডব্লিউটিসির ফাইনালে তিন ম্য়াচের সিরিজ খেলতে পছন্দ করব। আমরা কঠোর পরিশ্রম করেছি। লড়াই চালিয়েছি। অথচ আমরা ফাইনালে একটাই ম্যাচ খেলছি। আমার মনে হয় পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকলের ফাইনালে তিন ম্য়াচের সিরিজই আদর্শ হবে।’
পরে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে রোহিতের এমন প্রস্তাব সম্পর্কে জানানো হলে তিনি বলেন, ‘আমার মনে হয়ে এটাই (এক ম্যাচের ফাইনাল) ঠিক আছে। কোনও অসুবিধা নেই। আমার ৫০ ম্যাচের সিরিজও আদর্শ মনে হতে পারে। তবে অলিম্পিক্সেও ১টি রেসেই গোল্ড মেডেল নির্ধারিত হয়।’
আরও পড়ুন:- IND vs AUS: শেষ দিনে নয়, ভারতের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায় WTC ফাইনালের প্রথম দিনেই, হারের কারণ জানালেন কোচ দ্রাবিড়
অজি অধিনায়ক এই মুহূর্তে রোহিত শর্মার প্রস্তাবের বিরোধিতা করছেন বটে, তবে অতীতে অস্ট্রেলিয়া নিজেদের দেশে ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল খেলেছে তিন ম্যাচের। সেই সময়ে তাদের অবস্থান ছিল ভিন্ন।
উল্লেখ্য, ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ট্রেভিস হেডের জোড়া শতরানে ভর করে তারা প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৭৩ রানের বড়সড় লিড নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:- IPL-এ এর থেকে বেশি ক্যামেরা অ্যাঙ্গেল দেখা হয়, গিলের আউট নিয়ে ICC-কে তোপ রোহিতের, তুলোধনা থার্ড আম্পায়ারকেও
কামিন্সরা ৮ উইকেটে ২৭০ রান তুলে তাঁদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেন। প্রথম ইনিংসের খামতি মিলিয়ে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪৪ রানের। ভারত শেষ ইনিংসে অল-আউট হয় ২৩৪ রানে। ২০৯ রানের বড় ব্যবধানে ম্য়াচ জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব হাতে তোলে অস্ট্রেলিয়া। টানা দু’বার ফাইনালে উঠেও ভারতকে খালি হাতে মাঠ ছাড়তে হয়।
For all the latest Sports News Click Here