অলরাউন্ডার শার্দুল নাকি বিহারী-রাহানের মধ্যে কেউ! কী হবে কোহলি-দ্রাবিড়ের টিম কম্বিনেশন?
শুভব্রত মুখার্জি: হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশে শুরু হবে টেস্টের মহারণ। তার আগে প্রোটিয়াভূমিতে পৌঁছে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। প্রথম টেস্টে ভারতীয় দলে টিম কম্বিনেশন কী হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকের মতে অলরাউন্ডার শার্দুল ঠাকুর না হনুমা বিহারী অথবা অজিঙ্কা রাহানের মধ্যে একজন অতিরিক্ত ব্যাটার খেলানো হবছ এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২৬ ডিসেম্বর প্রথম টেস্টের লড়াইয়ে নামবে দুই দল। পিচের অতিরিক্ত বাউন্সকে মাথায় রেখেই ভারতীয় দল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত শেষ তিন দিন ধরে সুপার স্পোর্টস পার্কে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। উল্লেখ্য সেঞ্চুরিয়নে প্রধান উইকেটে অনুশীলনের সুযোগ পেয়েছে ভারত। যা খুব ব্যতিক্রমী ঘটনা। কারণ সাধারণভাবে প্রধান উইকেটের আশপাশের উইকেটে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। এইবার তার ব্যতিক্রম ঘটেছে।
অনুশীলনের পরে বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন ‘আমরা খুব ভালো অনুশীলন করেছি। সকলে যথেষ্ট কঠোর পরিশ্রম করছে অনুশীলনে।’ প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ ভারতের টিম কম্বিনেশন নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন ‘আমি মনে করি ওরা পাঁচ বোলার খেলালে শার্দুল ঠাকুরকে খেলানোটা বুদ্ধিমানের কাজ হবে। তার কারণ ৭ নম্বরে দাঁড়িয়ে ও যথেষ্ট ভালো একজন ব্যাটার। আমাদের হাতে রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন। আমি মনে করি এই পিচে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অশ্বিন এবং মহম্মদ সিরাজ বোলার হিসেবে প্রধান চার পছন্দ হতে চলেছে।’
For all the latest Sports News Click Here