অর্থনৈতিক মন্দা প্রভাব ফেলবে না তাঁর উপর! হলফ করে বলে দিলেন সইফ
অর্থনৈতিক মন্দার প্রভাব পড়বে না তাঁর উপর। এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত সইফ আলি খান। কারণ তিনি ইতিমধ্যেই পারিশ্রমিক হিসাবে খুব সামান্য টাকা নেন।
বলিউডে সইফের তিন দশক পার। ম্যানেজারকে তাঁর নির্দেশ, কোনও কাজের জন্যই যাতে বেশি পারিশ্রমিক না চাওয়া হয়। করোনার সময়ে অনেক কিছুই বদলেছে। দেশ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হলেও বিশেষ অসুবিধায় পড়তে হয় সইফকে। তাঁর কথায়, ‘অতিমারির সময়ে আমার জীবনে তেমন কিছুই বদলায়নি। এই সময়টা আমার চোখও খুলে দেয়নি। অতিমারিতে আমি দু’ধরনের মানুষ দেখেছি। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে ভালো আছেন। তাঁরা বাড়িতে বসে গানবাজনা, বই নিয়ে সময় কাটিয়েছে। কিন্তু কয়েকজন মানুষ এ ভাবে খুশি থাকতে পারেননি।’
পারিশ্রমিক প্রসঙ্গে সইফ বলেন, ‘জানিনা ছবির ধরন বদলেছে নাকি আমার সিদ্ধান্ত নেওয়ার ধরন। আমার ম্যানেজার বলেন, অর্থনৈতিক মন্দা আমার উপর প্রভাব ফেলতে পারবে না।’
(আরও পড়ুন: মূল ধারার ছবির ‘আলটিমেট’ অভিনেতা, হৃতিককে কেন বললেন করণ জোহর?)
সম্প্রতি মুক্তি পেয়েছে সইফের ‘বিক্রম বেদা’। প্রথম দিনে বক্স অফিসে আশানুরূপ ফল করেছে ‘বিক্রম বেদা’। আয়ের অঙ্ক দশ কোটি। বাংলাতেও নেহাত মন্দ ব্যবসা করছে না। জনপ্রিয় তামিল অ্যাকশন-থ্রিলারের হিন্দি পুনর্নির্মাণের উপর ভরসা রাখছেন সিনেপ্রেমীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার এক বিশিষ্ট বাণিজ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, হৃতিক-সইফের যুগলবন্দির মহিমায় প্রথম দিনেই প্রেক্ষাগৃহগুলির ৬০% আসন ভরে উঠেছে।
For all the latest entertainment News Click Here