অর্জুন বাদ, তাহলে কার সঙ্গে বড়দিনের পার্টিতে মজলেন মালাইকা আরোরা?
বড়দিনটা পরিবারের সঙ্গে কাটালেন মালাইকা আরোরা। না এই ফ্যামিলি গেট টুগেদারে জায়গা হয়নি অর্জুন কাপুরের। তাহলে কার সঙ্গে জমল মালাইকার পার্টি। মালাইকার দুই বিবিএফ করিনা-করিশ্মারাও ছিলেন না অতিথি তালিকায়। এবারের বড়দিন কাটালেন মাল্লা বোন অমৃতা আর মায়ের সঙ্গে।
মালাইকার সঙ্গে এসেছিলেন ছেলে আরহান। আর অমৃতার সঙ্গে তাঁর বর শাকিল লাদাখ, দুই ছেলে রায়ান আর আজান। বড়দিনের লাঞ্চের জন্য মালাইকা বেছেছিলেন কালো-সাদা ক্রপ টপ আর মিনি স্কার্ট। সঙ্গে কালো হিল, হ্যান্ড ব্যাগ আর সানগ্লাস।
আরহানের সাজও ছিল চোখে পড়ার মতো। নেভি ব্লু সোয়েটার আর বেইজ প্যান্ট পরেছিলেন। নীল প্রিন্টেড ড্রেস আর হলুদ জুতোয় দেখা মিলল অমৃতার।
রবিবার নিজের বন্ধু ও অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানান মালাইকা। ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমার সমস্ত পরিবার এবং প্রিয় বন্ধুদের যাদের আমি নিজের জীবনে পেয়ে ধন্য, বড়দিন আপনার হৃদয়ে ভালোবাসা নিয়ে আসুক, আপনার শরীরে স্বাস্থ্য এবং শান্তি ও আনন্দ নিয়ে আসুক।’ নিজের কুকুর ক্যাসপারের একটি ছবি শেয়ার করেছিলেন মালাইকা। সঙ্গে কিছু হৃদয়ের ইমোজি আর ফেস্টিভ স্টিকারস। প্রতিবার অর্জুন কাপুরও সঙ্গ দেন এই পারিবারিক অনুষ্ঠানে। তবে এদিন দেখা মিলল না তাঁর।
টক শো ‘মুভিং ইন উইথ মালাইকা’ দিয়ে চর্চায় আছেন মালাইকা আরোরা। ইতিমধ্যেই করণ জোহর, ফারহা খান, অমৃতা আরোরা, ছেলে ফারহানের মতো তারকারা এসেছেন তাঁর শো-তে। শো-তে একাধিক বিতর্ক নিয়ে কথা বলেছেন মালাইকা আরোরা। ডিভর্স থেকে পাপারাৎজিদের তাঁর বিতর্কিত ছবি বা ভিডিয়ো তোলা সব নিয়েই কথা বলেন। তবে এখনও দেখা মেলেনি অর্জুন কাপুরের। মালাইকার শো-তে আসেননি প্রাক্তন স্বামী আরবাজ খানও।
For all the latest entertainment News Click Here